ঢাকা,

০৮ নভেম্বর ২০২৪


মেয়র প্রার্থী খোরশেদ আলমের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শোডাউন

সাভার প্রতিনিধি

প্রকাশিত হয়েছে: ১৮:৩৫, ৮ নভেম্বর ২০২৪

মেয়র প্রার্থী খোরশেদ আলমের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শোডাউন

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপি ডাকা বর্ণাঢ্য র‍্যালিতে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক  ও মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীরা বিশাল শোডাউন করে র‍্যালি-পূর্ব সমাবেশে অংশগ্রহণ করেছে। 

শুক্রবার (৮ নভেম্বর) দুপুর দুইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় এ কার্যালয়ের সামনে থেকে এ বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ সময় গণমাধ্যম কর্মীকে মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদী চক্রের ষড়যন্ত্র রুখে দিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয়ে সিপাহী-জনতা রাজপথে নেমে এসেছিল। ৩ থেকে ৬ নভেম্বর মধ্যরাত পর্যন্ত দেশে এক শ্বাসরুদ্ধকর অনিশ্চিত অবস্থা বিরাজ করছিল। হুমকির সম্মুখীন হয়ে পড়েছিল আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব। সেদিন সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় সদ্য অর্জিত বাংলাদেশের স্বাধীনতা।”

তিনি বলেন, “জাতীয় জীবনে ৭ নভেম্বর এক ঐতিহাসিক দিন। ১৯৭৫ সালের এ দিনে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সৈনিক-জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছিলেন সব ষড়যন্ত্র রুখে দিতে। ৭ নভেম্বরের চেতনা আমাদের জাতীয় জীবনে প্রেরণার উৎস।”

তিনি আরো বলেন, দেশের এক কঠিন সময়ে জাতির প্রয়োজনে মেজর জিয়া দেশ পরিচালনার দ্বায়িত্ব নিয়ে দেশকে এগিয়ে নিয়েছিলেন।  ফ্যাসিস্ট হাসিনা ও তার  লুটেরারার দল ১৬ বছর লুটপাট চালিয়ে দেশকে পঙ্গু করে পেছন দরজা দিয়ে  পালিয়েছে।আগামীতে বিএনপিকে ভোটের মাধ্যমে  দেশ পরিচালনার সুযোগ দিলে বিপ্লবের চেতনায়  জাতীয়তাবাদীর সকল শক্তিকে নিয়ে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ও ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মোসারফ হোসেন মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ও বিএনপি নেতা  মোঃ হযরত আলী  ,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ও বিএনপি নেতা রাশেদুল জামান বাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ও বিএনপি নেতা মোঃইয়ার রহমান উজ্জল, বিএনপি নেতা ও ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ইউনুস খান,সাভার পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তাজ খান নাঈম, সাভার পৌর ছাত্রদলের নেতা আবিদ হোসেন নাফি,সাভার পৌর যুবদল নেতা মোঃ জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, হাজী মোঃ আশেক আলী মোল্লা-সভাপতি ১নং ওয়ার্ড সাভার পৌরসভা,হাজী আব্দুল গফুর বাবুল সহ-সভাপতি সাভার পৌর বিএনপি ও বিশিষ্ট ব্যবসায়ী,সাভার পৌর যুবদল নেতা মোঃ সোহেল রানা, সাভার পৌর যুবদল নেতা মোঃ হেলাল প্রমুখ।

টিএইচ

News