ঢাকা,

১৯ সেপ্টেম্বর ২০২৪


চার দিনের রিমান্ডে তৌফিক-ই-ইলাহী

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৮:৪৮, ১১ সেপ্টেম্বর ২০২৪

চার দিনের রিমান্ডে তৌফিক-ই-ইলাহী

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার এ আদেশ দেন। তৌফিক ইলাহীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। 

১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাতে রাজধানীর গুলশান থেকে তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। 

গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা ফুজি টাওয়ারের উত্তর পাশে প্রগতি সরণিতে রাস্তার ওপর এলোপাতাড়ি গুলিতে নিহত হন সুমন সিকদার।

এ ঘটনায় করা হত্যা মালায় তৌফিক ইলাহীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৯ জনকে আসামি করা হয়েছে। 

তৌফিক-ই-ইলাহী চৌধুরী ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তিনি ১৯৬৮ সালে পাকিস্তানের সিভিল সার্ভিসে যোগ দিয়ে ২০০২ সালে সচিব হিসাবে অবসরে যান। 

তৌফিক-ই-ইলাহী চৌধুরী একমাত্র উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, যিনি প্রবাসী সরকারে যোগ না-দিয়ে প্রথম থেকেই অস্ত্র হাতে রণাঙ্গনে যুদ্ধ করেন এবং বীর বিক্রম খেতাব পান। 

ইউ

News