ঢাকা,

০৮ সেপ্টেম্বর ২০২৪


ঋণ-ক্রেডিট কার্ডের কিস্তির বিলম্ব ফি লাগবে না

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৮:৫৪, ২৪ জুলাই ২০২৪

ঋণ-ক্রেডিট কার্ডের কিস্তির বিলম্ব ফি লাগবে না

ছবি সংগৃহীত

কোটা আন্দোলন ঘিরে সারাদেশে নজিরবিহীন নাশকতা ও তাণ্ডব থামাতে কাউফিউ এবং সাধারণ ছুটির মধ্যে যেসব গ্রাহক ব্যাংকের ঋণের কিস্তি ও ক্রেডিট কার্ডের বকেয়া নির্ধারিত সময়ে পরিশোধ করতে পারেননি তাদের বাড়তি ফি বা চার্জ দিতে হবে না।

পরে নির্ধারিত সময়ে বকেয়া পরিশোধ করতে না পারায় অতিরিক্ত সুদ আরোপ করবে না ব্যাংকগুলো। বুধবার বিভিন্ন ব্যাংক থেকে গ্রাহকদের মোবাইলে বার্তা পাঠিয়ে এ তথ্য জানিয়ে দেওয়া হয়েছে।

বলা হয়েছে, সারাদেশে সাধারণ ছুটি থাকায় যেসব গ্রাহক ঋণ ও ক্রেডিট কার্ডের পেমেন্ট পরিশোধে ব্যর্থ হয়েছে তার ওপর অতিরিক্ত কোনো সুদ চার্জ করা হবে না। একই সঙ্গে গ্রাহকরা যেকোনো এটিএম ও পিওএস বুথ থেকে টাকা তুলতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেছেন, আমরা এরই মধ্যে জানতে পেরেছি অনেকগুলো ব্যাংক তাদের গ্রাহকদের কাছে বার্তা দিয়ে জানিয়েছে তারা অতিরিক্ত সুদ চার্জ করবে না। তবে আজ বাংলাদেশ ব্যাংক খুলছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর থেকে সার্কুলার ইস্যু করে গ্রাহকদের ওপর অতিরিক্ত চার্জ আরোপ হবে না তা স্পষ্ট করে দেওয়া হবে বরেও জানান তিনি। 

ইউ

News