ঢাকা,

২৭ ডিসেম্বর ২০২৪


যুক্তরাজ্যের নগরমন্ত্রী হলেন টিউলিপ সিদ্দিক

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ২২:৩৪, ৯ জুলাই ২০২৪

আপডেট: ২২:৪৬, ৯ জুলাই ২০২৪

যুক্তরাজ্যের নগরমন্ত্রী হলেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক

ইতিহাস রচনা করে ব্রিটেনের প্রথম ব্রিটিশ বাংলাদেশী মন্ত্রী হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। তিনি লেবার সরকারের ব্রিটেনের নগরমন্ত্রী হয়েছেন।

তিনি মূলত ব্রিটেনের নগরগুলোর অর্থনীতি উন্নয়নে চ্যান্সেলর রেচেল রিভসের সাথে ঘনিষ্টভাবে কাজ করবেন।

৪ জুলাই জাতীয় নির্বাচনে টানা চতুর্থবারের মতো জয় পান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে লেবার পার্টির হয়ে লড়েছেন তিনি।
 
জয়ের পর টিউলিপ সিদ্দিক বলেন, ‘সবাইকে শুভেচ্ছা জানাই। আপনাদের দোয়ায় চতুর্থবারের মতো আমি নির্বাচিত হলাম। বাংলাদেশি কমিউনিটি সব সময় আমাকে সমর্থন করে। আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞ যে, তারা এবারও আমাকে সমর্থন দিয়েছেন।’ 

মন্ত্রী হওয়ার পর এখনো আনুষ্ঠানিক কোন বক্তব্য দেননি টিউলিপ সিদ্দিক।

আ স ম মাসুম, যুক্তরাজ্য

News