ঢাকা,

২০ এপ্রিল ২০২৫


রাজনীতি নয়, শিল্পেই নিজের পরিচয় খুঁজে পান নগরবাউল জেমস

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৮:৫৯, ১৩ এপ্রিল ২০২৫

রাজনীতি নয়, শিল্পেই নিজের পরিচয় খুঁজে পান নগরবাউল জেমস

ছবি সংগৃহীত

অনেকটা সময় পর গণমাধ্যমের মুখোমুখি হলেন নগরবাউল খ্যাত কণ্ঠশিল্পী জেমস। সচরাচর গণমাধ্যমে খুব বেশি কথা না বললেও এবার এক আলাপচারিতায় খোলামেলা আলোচনা করলেন রাজনীতি, গান এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে।

আলাপের এক পর্যায়ে সঞ্চালকের প্রশ্নে উঠে আসে রাজনীতিতে যোগ দেওয়ার প্রসঙ্গ। জেমস অকপটে বলেন, ‘ও আসেই। জীবনে অনেক এসেছে।’ অর্থাৎ, রাজনীতিতে যোগ দেয়ার প্রস্তাব বহুবার পেয়েছেন তিনি।

রাজনীতি নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি জানাতে গিয়ে জেমস বলেন, ‘আমি একজন শিল্পী, শিল্পীরা রাজনীতিসচেতন হতে পারেন। কিন্তু তাদের রাজনীতিতে যোগ দেয়া উচিত বলে মনে করি না। আর যদি রাজনীতি করতেই হয়, সব ছেড়ে ফুলটাইম রাজনীতি করা উচিত।’

অনেক দিন ধরে নতুন গান প্রকাশ না করলেও ভক্তদের জন্য সুখবর দিয়েছেন তিনি। জেমস জানান, নতুন গান নিয়ে চিন্তাভাবনা করছি। কিছু গানের কাজ চলছে। হঠাৎ করে দেখবেন যে গান চলে এসেছে। এরপর থেকে গান আসতেই থাকবে, আসতেই থাকবে।

আগামী মাসে সৌদি সরকারের আমন্ত্রণে সৌদি আরবের দাম্মাম ও জেদ্দায় দুটি কনসার্টে গান পরিবেশন করবেন তিনি—২ ও ৯ মে। এরপর যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার পরিকল্পনাও রয়েছে তার।

১৯৬৪ সালের ২ অক্টোবর নওগাঁয় জন্ম নেওয়া জেমস বেড়ে উঠেছেন চট্টগ্রামে। তার পুরো নাম ফারুক মাহফুজ আনাম। বাবার দেওয়া নাম ‘জেমস’ এখন একটি কালজয়ী পরিচয়। বাবা মোজাম্মেল হক ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মা জাহানারা খাতুন ছিলেন গৃহিণী। জেমসের তিন সন্তান—ছেলে দানেশ, মেয়ে জান্নাত ও জাহান।

ভক্তদের কাছে ‘গুরু’ হিসেবে খ্যাত এই শিল্পী আবারো গানে ফিরছেন, এ খবর নিঃসন্দেহে তাদের জন্য আনন্দের।

ইউ

News