ফাইল ছবি
ওষুধ, রেস্তোরাঁ, মোবাইল ও অন্যান্য সেবায় বর্ধিত ভ্যাট প্রত্যাহার করে চারটি প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার (২২ জানুয়ারি) এই প্রজ্ঞাপনগুলো প্রকাশ করা হয়।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ জানিয়েছেন, গত ৯ জানুয়ারি সরকারের পক্ষ থেকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ এবং ‘দ্য এক্সসাইজ অ্যান্ড সল্ট অ্যাক্ট (এমেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫’ জারি করা হয়। এরপর বিভিন্ন পণ্য ও সেবার ভ্যাট ও শুল্কের হার পুনঃনির্ধারণ করে এনবিআর।
বিভিন্ন পেশাজীবী সংগঠন ও অংশীজনের দাবির পরিপ্রেক্ষিতে এনবিআর সিদ্ধান্ত নেয়, এবং কিছু পণ্য ও সেবার ওপর বিদ্যমান ভ্যাটের হার এবং শুল্কের হার কমিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করে। এর মধ্যে রয়েছে রেস্তোরাঁ, মোবাইল সেবা, ওষুধ ও ওয়ার্কশপ সেবা।
আগের সিদ্ধান্ত অনুযায়ী, ৯ জানুয়ারি ওয়ার্কশপ সেবার ওপর ভ্যাট ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল, তবে এখন তা প্রত্যাহার করা হয়েছে। একইভাবে রেস্তোরাঁ সেবার ওপরও ভ্যাট ১৫ শতাংশ থেকে আবার ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এছাড়া, মোবাইল ফোন সেবা, ইন্টারনেট সেবা এবং ওষুধের দোকানে বর্ধিত ভ্যাটের হারও প্রত্যাহৃত হয়েছে।
এনবিআর জানিয়েছে, সকল জনগণের জন্য চিকিৎসা সেবা সহজ করার লক্ষ্যে ওষুধ শিল্পের ওপর বৃদ্ধিকৃত ভ্যাটের হার পূর্ণরূপে প্রত্যাহার করে পূর্বের ২.৪ শতাংশ হার বলবৎ রাখা হয়েছে।
ইউ