ঢাকা,

১৯ এপ্রিল ২০২৫


টাঙ্গাইলে কলেজছাত্র আলীম হত্যায় সহপাঠী নোমান গ্রেপ্তার

সাইফুল ইসলাম সবুজ, টাঙ্গাইল থেকে

প্রকাশিত হয়েছে: ১৯:০৭, ১৬ এপ্রিল ২০২৫

টাঙ্গাইলে কলেজছাত্র আলীম হত্যায় সহপাঠী নোমান গ্রেপ্তার

ছবি: বিজনেস আই

টাঙ্গাইলের কালিহাতীতে কলেজছাত্র আলীম হত্যা মামলায় তার সহপাঠী নোমানকে (২০) গ্রেপ্তার করেছে কালিহাতী থানা পুলিশ। গ্রেপ্তার নোমান শাজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং উপজেলার কোকডহরা ইউনিয়নের মহিষজোড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম গোলাম মোস্তফা।

পুলিশ জানায়, বুধবার (১৬ এপ্রিল) গভীর রাতে এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার আদিবুর রহমানের তত্ত্বাবধানে, সহকারী পুলিশ সুপার ইমরান হোসেনের নেতৃত্বে কালিহাতী থানার একদল পুলিশ আধুনিক প্রযুক্তির সহায়তায় এই অভিযান চালায়।

নোমানকে গ্রেপ্তারের পর তার দেয়া তথ্যে পুলিশ আলীমের ব্যবহৃত মোটরসাইকেল, মোবাইল ফোন এবং পায়ের জুতাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার নোমানকে বিজ্ঞ আদালতে হাজির করা হয়েছে। মামলার তদন্ত চলছে।

ইউ

News