
টাঙ্গাইল শহরের ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার(২৭ মার্চ) সকালে স্থানীয় অসহায় মেহনতী মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন সুপারী বাগান মোড়ে ওই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
টাঙ্গাইল শহরের ১৭ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি নূরে আলম সাদেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সাবেক যুগ্ম-সম্পাদক আবুল কাশেম, অমল ব্যানার্জী, মেহেদী হাসান আলীম, আনিছুর রহমান আনিছ, টাঙ্গাইল শহর বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ, জেলা জাতীয়তাবাদী যুব দলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, টাঙ্গাইল শহরের ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অলি আহাম্মেদ রোজ।
টিএইচ