জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অনশনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
আজ (রবিবার) দুপুর ১ টায় শিক্ষক সমিতির শিক্ষকগণ শহীদ মিনারের সামনে এসে অনশনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এসময় শিক্ষক সমিতির শিক্ষকগণ শিক্ষার্থীদের দুপুরে খাওয়ার আহবান জানান।
এসময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, তোমরা আমাদের সন্তান। তোমাদের এভাবে অনশনে রেখে আমরা শিক্ষক সমিতি বসে থাকতে পারিনা। আমরা তোমাদের সকল দাবির সাথে একমত। তোমরা যাই কর্মসূচি দাও আমরা তোমাদের সাথে আছি। কিন্তু আমরা চাই এখন তোমরা আমাদের শিক্ষক সমিতির সাথে দুপুরের খাবার খাও। আমরা প্রশাসন থেকে আসিনি। আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে এসেছি তোমাদের সাথে কথা বলতে।
তিনি আরও বলেন, প্রয়োজনে আমরা তোমাদের সাথে নিয়ে প্রশাসনের কাছে যাবো। কবে কাজ হবে সেটি প্রশ্ন করবো।
এসময় অনশনরত শিক্ষার্থী একেএম রাকিব বলেন, স্যার আমরা আর কোনো আশ্বাস চাই না। আপনারা আমাদের কাছে আসবেন না। আপনারা মন্ত্রণালয়ে চলে যান, ইউজিসিতে চলে যান। প্রশাসনসহ আপনারা প্রধান উপদেষ্টার কাছে চলে যান। সমাধান সেখান থেকে নিয়ে আসেন। এরপর আমাদের অনশন শেষ করবো। এর আগে আমাদের অনশণ আমরা চালিয়ে যাব।
তিনি বলেন, এখানে ২০-২৫ জন অনশন দেখতে পাচ্ছেন। কিন্তু বাস্তবতা হলো জগন্নাথ এর প্রত্যেক শিক্ষার্থী প্রতিনিয়ত অনশনের মতো জীবন যাপন করছে।
এর আগে অনশনরত শিক্ষার্থীদের সমর্থনে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে মিছিল করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, যে সকল ভাইয়েরা অনশনে বসেছে তারা আমাদের সকলের পক্ষ থেকে বসেছে। আমরা তাদের সাথে আছি। প্রয়োজনে আমরা সবাই আরও বড় আন্দোলন গড়ে তুলবো। দরকার হলে আমরাও অনশনে বসব।
টিএইচ