ফাইল ছবি
প্রাচ্যেরডান্ডি খ্যাত শিল্পনগরী নারায়ণগঞ্জে আশঙ্কাজনকভাবে বেড়েছে ছিনতাই-ডাকাতির ঘটনা।ছিনতাইকারীদের বাধা দিতে গেলেই ঘটছে জখম ও প্রাণহানির ঘটনা।গত এক মাসে ছিনতাইকারীদের হাতে প্রাণ হারিয়েছেন শিক্ষার্থীসহ তিনজন।এ ছাড়া কয়েক মাসের ব্যবধানে ঘটেছে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা। এতে করে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) আবদুল্লাহ আল মাসুদ গণমাধ্যমকে বলেন, ‘নারায়ণগঞ্জে ছিনতাই আগের তুলনায় কিছুটা বেড়েছে। তবে অনেক ছিনতাইকারী ও ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ প্রশাসন অভিযানে তৎপর রয়েছে। আশা করছি, আগামী এক-দুই মাসের মধ্যে ছিনতাইয়ের ঘটনা অনেক কমে আসবে।’
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, অভিভাবকরা একটু সাবধানতা অবলম্বন করলে সুফল আসবে। ছেলে মেয়েরা কখন কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে-এসব দিকটা জানা জরুরী। সবে মাত্র শিক্ষার্থীরা আন্দোলন থেকে ফিরেছে। সবারই সতর্কতা অবলম্বন করা জরুরী।
প্রতিদিন জেলার প্রধান প্রধান সড়ক এবং পাড়া-মহল্লায় ছিনতাইয়ের শিকার হচ্ছেন মানুষ।বিভিন্ন জেলা থেকে আসা ব্যবসায়ী, শিক্ষার্থী, সবজি বিক্রেতা, শ্রমিকসহ কেউ রেহাই পাচ্ছেন না ছিনতাইকারীদের কবল থেকে।ভোর থেকে গভীর রাত পর্যন্ত সুযোগ বুঝে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনিয়ে নেওয়া হচ্ছে টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী।
জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার ওপর দিয়ে গেছে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক। এ ছাড়া রয়েছে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়ক, নারায়ণগঞ্জ-আদমজী সড়ক, নাগিনা জোহা সড়ক, ৩০০ ফিট হাইওয়ে, এশিয়ান হাইওয়েসহ অনেক আঞ্চলিক সড়ক।রাত যতই গভীর হতে থাকে এসব সড়কে ছিনতাইকারীদের আনাগোনা ততই বেড়ে যায়।নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানেও বেড়েছে ছিনতাই।
সর্বশেষ গত ১২ ডিসেম্বর ভোরে বিশ^বিদ্যালয়ে যাওয়ার পথে শিক্ষার্থী ওয়াজেদ আলম সীমান্তকে (২০) শহরের দেওভোগে মর্গ্যান গার্লস স্কুলের সামনে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ ডিসেম্বর সীমান্ত মারা যান।
তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় এআইইউবির শিক্ষার্থী ছিলেন। নিহত সীমান্ত শহরের দেওভোগ পাক্কা রোড এলাকার আলমের ছেলে।বুধবার দুপুরে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, সীমান্তকে হত্যার ঘটনায় গত মঙ্গলবার রাতে দেওভোগ এলাকা থেকে অনিক নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অনিকের কাছ থেকে সীমান্তের মোবাইল ফোন এবং তাকে হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে।
এর আগে গত ২৪ নভেম্বর রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের আগলা এলাকায় ছিনতাইকারীরা চালক বাবুল মিয়াকে (৫২) হত্যা করে অটেরিকশা নিয়ে যায়।২১ নভেম্বর সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় শাকিল মিয়া (২৬) নামে এক চালককে গলা কেটে হত্যার পর অটোরিকশা নিয়ে যায় ছিনতাইকারীরা।
গত ৮ ডিসেম্বর রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকায় ছিনতাইকারীরা বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের বহনকারী মাইক্রোবাস আটকে তাদের মোবাইল ফোন, মানিব্যাগসহ জিনিসপত্র ছিনিয়ে নেয়।তাদের হামলায় কয়েকজন সমন্বয়ক আহত হন।
১ ডিসেম্বর রাতে নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুর এলাকার ডিপিডিসি নারায়ণগঞ্জ (পূর্ব) শাখা অফিসে নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটে।গত ২৭ নভেম্বর ভোরে সদর উপজেলার সস্তাপুর এলাকায় ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে ডাকাতরা হানা দিয়ে ৪০ ভরি স্বর্ণালংকার, ৭ লাখ টাকা লুটে নেয়।
গত ১০ নভেম্বর ভোরে নাগিনা জোহা সড়কের চাঁদমারী এলাকায় মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী অস্ত্রের ভয় দেখিয়ে লুটে নেয় নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী নাবিলা রশিদের মোবাইল ফোন, ল্যাপটপ ও ৩২ হাজার টাকা।এর কয়েকদিন আগে চাঁদমারীতে অটোরিকশায় আসা।
টিএইচ