
ছবি সংগৃহীত
ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর স্ত্রী তারিন হোসেনের নামে গুলশানে থাকা একটি ফ্ল্যাট, গ্যারেজ এবং কমনস্পেস ক্রোক করার নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার (২০ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের পক্ষে সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম আদালতে এ সংক্রান্ত আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, তারিন হোসেনের নামে থাকা স্থাবর সম্পদের মূল্য ১০ কোটি ৩২ লাখ ৮৬ হাজার ৪৩৮ টাকা। তদন্তে জানা যায়, গুলশান আবাসিক এলাকায় ‘দি সেরেনিটি’ নামে একটি ১৩ তলা ভবনের ৭ম তলায় একটি ফ্ল্যাট (৫১৭২ বর্গফুট, গ্যারেজ ও কমনস্পেস-সহ) এবং ১৭০ অযুতাংশ জমি তার দখলে রয়েছে।
প্রাথমিকভাবে ২০১৩ সালের ২৯ জানুয়ারি এই সম্পত্তি মজিবুর রহমান চৌধুরীর প্রথম স্ত্রী মুনতারীন মুজিব চৌধুরীর নামে বরাদ্দ করা হয়। তার মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রী তারিন হোসেনের নামে তা রেজিস্ট্রি করা হয়। তবে দুদকের দাবি, এই সম্পত্তি নিক্সন চৌধুরী তার অবৈধ উপার্জনের মাধ্যমে অর্জন করেছেন।
দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, তদন্ত শুরু হওয়ার পর আসামি সংশ্লিষ্ট সম্পদ হস্তান্তরের চেষ্টা করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ফলে এসব সম্পদ অন্যত্র হস্তান্তর বা বেহাত হওয়ার আশঙ্কায় আদালতের মাধ্যমে তা ক্রোক করা একান্ত প্রয়োজন হয়ে পড়ে।
এর আগে, নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকার লেনদেন, দেশ-বিদেশে বিপুল সম্পদের তথ্যও আলোচনায় আসে।
ইউ