
ফাইল ছবি
চলতি বছর হজযাত্রীদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। দেশে, মক্কা ও মদিনায় স্থাপন করা হচ্ছে ‘হজ ম্যানেজমেন্ট সেন্টার’। এই কেন্দ্রের মাধ্যমে হজযাত্রীরা যেকোনো প্রশ্ন, অভিযোগ বা সমস্যার সমাধান সহজে পাবেন। একই সঙ্গে চালু হচ্ছে একটি আধুনিক অ্যাপ, যেখানে হজের প্রয়োজনীয় সব তথ্য, দোয়া, করণীয় এবং যাতায়াতের নির্দেশনা থাকবে বাংলায়।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, অ্যাপটি রিয়েল টাইম সেবা দেবে এবং হজযাত্রীদের চলাচল ও আনুষ্ঠানিকতা আরও সহজ করবে। এছাড়া হজযাত্রীদের আর নগদ টাকা বহন করতে হবে না। তাদের দেওয়া হবে একটি বিশেষ ডেবিট কার্ড, যার মাধ্যমে বিদেশে থাকা অবস্থায় সহজেই লেনদেন করা যাবে। সিমকার্ড কিনতে হবে না বলেও জানানো হয়েছে; কম খরচে বাংলাদেশি নম্বর থেকেই সৌদিতে কথা বলা যাবে।
হজে গিয়ে অনেক সময় লাগেজ হারিয়ে যায় বা বিলম্ব হয়। এবার সেই সমস্যা এড়াতে লাগেজ ট্র্যাকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি লাগেজে বিশেষ চিপ থাকবে, যা হজ অফিসের কল সেন্টার থেকে ট্র্যাক করা যাবে।
ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মঞ্জুরুল হক জানিয়েছেন, ঢাকার আশকোনা হজ অফিস এবং সৌদির মক্কা-মদিনার হজ অফিসগুলোতে এই সেন্টারগুলো থাকবে। অ্যাপ ও সেন্টার খুব শিগগিরই উদ্বোধন করবেন হজ কার্যক্রমের প্রধান উপদেষ্টা।
হজযাত্রীদের ভিসা কার্যক্রম চলছে, আর হজ ফ্লাইট শুরু হবে ২৯ এপ্রিল থেকে। এবার বাংলাদেশ থেকে ৯২ হাজার ৩০০ জন হজে যাচ্ছেন, যাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বাকি সবাই বেসরকারি এজেন্সির মাধ্যমে যাবেন।
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার টাকা থেকে শুরু করে ৫ লাখ ৭৫ হাজার টাকার মধ্যে। এবারের হজ চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইউ