ঢাকা,

১৯ এপ্রিল ২০২৫


কারিগরি শিক্ষার্থীদের আন্দোলন আরও কঠোর করার ঘোষণা

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৫:৫০, ১৭ এপ্রিল ২০২৫

কারিগরি শিক্ষার্থীদের আন্দোলন আরও কঠোর করার ঘোষণা

ছবি সংগৃহীত

ছয় দফা দাবিতে চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় কর্মসূচি আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন কারিগরি শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দীর্ঘ বৈঠকেও দাবি আদায়ে আশানুরূপ অগ্রগতি না হওয়ায় এই সিদ্ধান্ত নেন শিক্ষার্থীরা।

বৈঠকে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কারিগরি অনুবিভাগ) রেহানা ইয়াছমিন এবং 'কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ'-এর ১৮ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। বৈঠক শেষে সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি মাসফিক ইসলাম সাংবাদিকদের বলেন, “আমরা আলোচনায় সন্তুষ্ট নই। আমাদের যৌক্তিক দাবিগুলোর বিষয়ে স্পষ্ট কোনো সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে আসেনি। তাই আন্দোলনের পরবর্তী ধাপ আরও কঠোর হবে।”

প্রতিনিধি দল জানায়, তারা দ্রুত দাবিসমূহ পূরণের নিশ্চয়তা চান। অন্যথায় সারা দেশে শিক্ষার্থীদের নিয়ে আরও জোরালো কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।

উল্লেখ্য, কারিগরি শিক্ষার্থীরা যে ছয় দফা দাবিতে আন্দোলন করছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো—কারিগরি শিক্ষাকে জাতীয় মূলস্রোতে অন্তর্ভুক্তকরণ, সরকারি চাকরিতে সমান সুযোগ নিশ্চিত করা, শিক্ষাক্রম হালনাগাদ এবং অবকাঠামোগত উন্নয়ন।

এই আন্দোলনের ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে কারিগরি শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ক্রমেই বাড়ছে বলে জানা গেছে।

ইউ

News