ঢাকা,

২২ নভেম্বর ২০২৪


ছাত্রাবাসের আসন নিয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ, আহত ৪

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ২০:২৯, ২১ নভেম্বর ২০২৪

ছাত্রাবাসের আসন নিয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ, আহত ৪

ছাত্রাবাসের আসন বরাদ্দের জেরে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের নেতাকর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় ইনস্টিটিউটে ভাঙচুর চালানো হয়েছে। এ ঘটনায় চার জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে প্রতিষ্ঠানের ভেতরে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে তাদের ওপর হামলা করেছেন। তবে ছাত্রদলের দাবি, ছাত্রশিবিরের কর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন।

আহত চার জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়েছে বলে নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা। তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে গত দুই দিন ধরে ছাত্রাবাসে আসন বরাদ্দের বৈধ তালিকা প্রকাশ নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভের পর বুধবার বিকাল ৩টার দিকে তালিকা প্রকাশ করে প্রশাসন। শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রাবাসে আধিপত্য বিস্তার করতে ছাত্রদল নিজেরাই আসন চেয়েছিল। তবে সেটি না হওয়ায় ছাত্রদের ওপর হামলা করেছে তারা।

ইনস্টিটিউটের পুরকৌশল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী আল আমিন ভূঁইয়া বলেন, ‌‘ছাত্রদলের নেতাকর্মীরা ইনস্টিটিউটে ঢুকে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেন। এতে কয়েকজন আহত হয়েছেন।’

তবে অভিযোগ অস্বীকার করে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ হানিফ বলেন, ‘আসন বরাদ্দ নিয়ে অনিয়মের প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। এ সময় হেলমেট পরে শিক্ষার্থীদের ওপর হামলা করে শিবির।’

ছাত্রদলের এমন অভিযোগ অস্বীকার করে চট্টগ্রাম নগর (উত্তর) ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলাম বলেন, ‘দুই বছরের বেশি সময় ধরে সেখানে আমাদের কমিটি নেই। যেহেতু পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, তাই আমরা কমিটি দিইনি। শুনেছি, ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে।’

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের হাতাহাতি হয়েছে বলে শুনেছি। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

টিএইচ

News