
চট্টগ্রামের চন্দনাইশে প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল দুপুরে দোহাজারী পৌরসভায় অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আহ্বায়ক চন্দনাইশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা, মাওলানা মোহাম্মদ মোজাহেরুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সদস্য সচিব সৈকত দাশ ইমনের সঞ্চালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি এড. মো: দেলোয়ার হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য, মোহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, এস এম জাকির। সাধারণ সভায় সংগঠনে সদস্য অন্তর্ভুক্তি সহ আরো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
টিএইচ