ঢাকা,

১৮ এপ্রিল ২০২৫


সাধারণ মানুষ চায় সরকার আরো ৫ বছর থাকুক: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৮:০৭, ১০ এপ্রিল ২০২৫

সাধারণ মানুষ চায় সরকার আরো ৫ বছর থাকুক: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাধারণ জনগণ চায় বর্তমান সরকার যেন আরও অন্তত পাঁচ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মতৎপরতা আগের তুলনায় অনেক বেড়েছে এবং ভবিষ্যতে আরও বাড়বে। পুলিশ আগ্নেয়াস্ত্রের অপব্যবহার রোধে সক্রিয় রয়েছে এবং যারা পরিস্থিতির অবনতি ঘটাতে চায়, তাদের আইনের আওতায় আনা হচ্ছে। এর ফলে পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলেও মন্তব্য করেন উপদেষ্টা।

শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে এক প্রশ্নে তিনি জানান, ভারতের সঙ্গে অপরাধীদের হস্তান্তর নিয়ে একটি চুক্তি রয়েছে, যার আওতায় তাকে (শেখ হাসিনাকে) আনার চেষ্টা করা হতে পারে। তবে ভারতের সঙ্গে কোনো ধরনের যুদ্ধের আশঙ্কা নেই বলেও জানান তিনি।

কৃষি বিষয়ে তিনি বলেন, এবার সুনামগঞ্জে ভালো ফসল হয়েছে। তবে কিছু জমি এখনও পতিত পড়ে রয়েছে। এই পতিত জমি চাষের আওতায় আনতে সরকার প্রায় ৫০০ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে।

থানা পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে ছিলেন সিলেট বিভাগীয় পুলিশ কমিশনার খান মোহাম্মদ রেজাউন্নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মুহাম্মদ ইলিয়াছ মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, ওসি আকরাম আলীসহ অন্যান্য কর্মকর্তারা।

ইউ

News