
সাভারের ধামসোনা ইউনিয়ন বিএনপি এর উদ্যােগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৬ এপ্রিল) সকালে ১১টায় উত্তর গাজিরচট এলাকায় এ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়।
ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোখলেসুর রহমান খান ইলিয়াস শাহী এর সভাপতিত্বে ও সাঃ সম্পাদক ডাঃ আসাদুল্লাহ আহমেদ দুলাল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাভার উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি হাজী জামাল উদ্দিন সরকার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন,সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট পরিবহন ব্যবসায়ি আলহাজ্ব কফিল উদ্দিন।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,ঢাকা জেলার বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু,সাভার থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম,আশুলিয়া থানা বিএনপির সহ সভাপতি আমিনুল ইসলাম পিয়ার আলী, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল,তেঁতুলঝোড়া ইউনিয়নের পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও ঢাকা জেলা যুবদল নেতা 'ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন,ঢাকা জেলা যুবদল নেতা মোঃ সোহাগ আহমেদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
টিএইচ