ঢাকা,

১২ ডিসেম্বর ২০২৪


কক্সবাজারের সাগর পাড়ে প্রদর্শিত হচ্ছে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি 

মোহাম্মদ খোরশেদ, কক্সবাজার প্রতিনিধি 

প্রকাশিত হয়েছে: ২২:২৩, ১১ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারের সাগর পাড়ে প্রদর্শিত হচ্ছে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি 

কক্সবাজারে সাগর পাড়ে প্রদর্শিত হচ্ছে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি। আজ বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় সৈকতের লাবনী পয়েন্টের একটি সাম্পানে এ ট্রপি প্রদর্শিত করা হচ্ছে। 

সরেজমিনে দেখা যায়, সাম্পানের ওপর চ্যাম্পিয়ন্স ট্রফিটি রাখা হয়। সেখানে বেশ কিছুক্ষণ ছবি ও ভিডিও নিয়ে কাজ করছে আইসিসির প্রতিনিধি দল। এসময় চারপাশে দূর থেকে পর্যটকরা দেখেন ট্রফিটি। কিন্তু নিরাপত্তা স্বার্থে তাদেরকে সরিয়ে দিচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। আবার অনেকেই দূর থেকে ট্রফির ছবিও তুলেন।

বিসিবিতে ম্যানেজমেন্টে দায়িত্বে থাকা নাজমুল হুদা বলেন, মূলত কক্সবাজারের ইতিহাস-ঐতিহ্যের অংশ হচ্ছে সাম্পান। তাই আইসিসির প্রতিনিধিদের পছন্দ অনুযায়ী প্রথমে ট্রফির ফটোসেশনে সাম্পানে রাখা হয়। সেখানে ছবি তোলা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির। পরে সমুদ্রের সামনে ফটোসেশন শেষে সবার জন্য উন্মুক্ত করা হবে।

এর আগে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে প্রতিনিধি দল কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে। সেখান থেকে গাড়ি যোগে দলটি সাগরপাড় সংলগ্ন সীমান্ত সম্মেলন কেন্দ্র ঊর্মিতে আসেন। কঠোর নিরাপত্তার মধ্য সেখানে ট্রফিটি রাখা হয়।

এদিকে বিসিবির সিনিয়র ম্যানেজার মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন রাবীন ইমাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর তত্ত্বাবধানে আগামী ফেব্রুয়ারি-মার্চ ২০২৫-এ পাকিস্তানে আইসিসি ম্যানস চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে। 

মূল ট্রফিটি উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশসমূহে প্রদর্শনের অংশ হিসেবে ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকবে। কক্সবাজারে অবস্থানকালীন সময়ে সীমান্ত সম্মেলনকেন্দ্র ঊর্মি এর সম্মুখের সৈকতে ট্রফি প্রদর্শন করবে। এ সময় সকলের জন্য উন্মুক্ত থাকবে ট্রফি।

 

টিএইচ

News