ছবি: উইমেনআই২৪ ডটকম
নরসিংদীতে পারিবারিক বিরোধের জের ধরে ট্রেনে কাটা পড়ে এক ইন্টারনেট ব্যাবসায়ী মৃত্যু হয়েছে। নরসিংদী রেল স্টেশনের পুরাতনপাড়া বীজ এলাকায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে পুলিশ ও নিহতের স্বজনরা রেল লাইন থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। ঢাকার কাফরুল এলাকার বাবু ইসলাম(৩৫)। তিনি রাজশাহী জেলার ইসলাম মিয়ার ছেলে।
নিহতের স্বজনরা জানায়, গত ৭ বছর পূর্বে ঢাকার কাফরুল এলাকার বাবু ইসলাম(৩৫) এর সাথে নরসিংদী সোনাতলা এলাকার তোহরা বেগমের সাথে বিয়ে হয়। সংসার জীবনে তাদের ৬ বছরে একটি সন্তান রয়েছে। পারিবাকির বিরোধের জের ধরে সম্প্রতি তোহরা বেগম তার বাবার বাড়িতে চলে আসে। গতকাল বুধবার স্ত্রী তোহরাকে নিতে নরসিংদী আসেন স্বামী বাবু ইসলাম। কিন্তু স্ত্রী তার সাথে যেতে রাজি হয়নি। নিহত বাবু ইসলামকে ঘর জামাই থাকার প্রস্তাব দেয় তার স্ত্রী। এতে রাজি হয়নি বাবু। স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিতে ব্যর্থ হয়ে স্ত্রী ও তার ভাইদের জানিয়ে ফেসবুকে স্ট্যাস্টাস দিয়ে আত্মহত্যা সিদান্ত নেয়। পরে রাত সাড়ে ১২টার দিকে সিলেটগামী তুর্না নিশিতা ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেন। পরে বৃহস্পতিবার সাকাল ৯টার দিকে নরসিংদী রেল স্টেশনের পুরাতনপাড়া বীজ এলাকায় বাবু’র ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখে। পরে রেল পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য লাশ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়।
নিহতের ভাই মামুন জানায়,মান অভিমান করে আমার ভাবী তার বাবার বাড়িতে চলে আসে। আমার ভাই ভাবীকে নিতে নরসিংদী আসে। কিন্তু ভাবী আমার ভাইকে ঘরজামাই থাকার প্রস্তাব দেয়। এতে সে রাজি হয়নি। পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ট্রেনের নিচে পড়ে মারা যায়। আমি গতকাল ভাবীর হাতে পায়ে ধরে অনুরোধ করেছি, আমার ভাইকে বাচাঁতে। কিন্তু তিনি বাঁচানোর চেষ্টা করেনি। ভাবী শুধু মাত্র ভাইয়ের মোবাইলে ফোন করলেই আমার ভাই প্রানে বেচেঁ যেত। কিন্তু তিনি তার না করে ভাইকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লহ বলেন, রাত সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে সিলেটগামী তুর্না নিশিতা ট্রেনে কাটা পরে একজনের মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করে হসপাতালে পরেন করা হচ্ছে। মৃত্যুর কারন অনুসন্ধান তদন্ত শুরু হয়েছে।
ইউ