ঢাকা,

০৭ জানুয়ারি ২০২৫


সিরিয়ার কুর্দি নেতৃত্বাধীন দলের সঙ্গে আংকারাপন্থীদের সংঘর্ষ, নিহত ২৪

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১২:৪০, ৩ জানুয়ারি ২০২৫

সিরিয়ার কুর্দি নেতৃত্বাধীন দলের সঙ্গে আংকারাপন্থীদের সংঘর্ষ, নিহত ২৪

সিরিয়ার উত্তর মানবিজ জেলায় কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ২৪ জন যোদ্ধা নিহত হয়েছে, যাদের বেশির ভাগই তুর্কি-সমর্থিত গ্রুপের সদস্য। একটি যুদ্ধ পর্যবেক্ষক গতকাল বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সহিংসতায় তুর্কি-সমর্থিত ২৩ জন যোদ্ধা এবং এসডিএফ-অধিভুক্ত মানবিজ মিলিটারি কাউন্সিলের একজন সদস্য নিহত হয়েছে। ব্রিটেনভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক জানিয়েছে, মানবিজের দক্ষিণে দুটি শহরে আংকারা সমর্থিত যোদ্ধাদের হামলার মাধ্যমে সর্বশেষ লড়াইয়ের সূত্রপাত হয়েছিল।

তুরস্ক এসডিএফের প্রধান পিপলস প্রোটেকশন ইউনিট (ওয়াইপিজি)-কে ‘জঙ্গি’ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-এর সঙ্গে যুক্ত থাকার জন্য অভিযুক্ত করেছে। ওয়াইপিজিকে ওয়াশিংটন এবং আংকারা উভয়ই সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে কালো তালিকাভুক্ত করেছে।

আরব-সংখ্যাগরিষ্ঠ শহর মানবিজের চারপাশে লড়াই চলছে। অবজারভেটরির মতে, ‘যখন মানবিজের দক্ষিণ ও পূর্বে সংঘর্ষ চলতে থাকে, তখন তুর্কি বাহিনী ড্রোন এবং ভারী কামান দিয়ে ওই এলাকায় বোমাবর্ষণ শুরু করে।

এসডিএফ বলেছে, তারা মানবিজের দক্ষিণ ও পূর্বে তুরস্ক-সমর্থিত গোষ্ঠীগুলোর হামলা প্রতিহত করেছে। এসডিএফ এক বিবৃতিতে বলেছে, ‘আজ সকালে পাঁচটি তুর্কি ড্রোন, ট্যাংক এবং আধুনিক সাঁজোয়া যানের সহায়তায় ভাড়াটে গোষ্ঠীগুলো মানবিজ এলাকার বেশ কয়েকটি গ্রামে সহিংস আক্রমণ শুরু করে।’

বিবৃতিতে আরো জানা যায়, ‘আমাদের যোদ্ধারা সব আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়েছে। বহু ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে এবং একটি ট্যাংকসহ ছয়টি সাঁজোয়া যান ধ্বংস করেছে।

২০১৬ সাল থেকে তুরস্ক এসডিএফের বিরুদ্ধে একাধিক অভিযান চালিয়েছে এবং আংকারা সমর্থিত গোষ্ঠী সাম্প্রতিক সপ্তাহগুলোতে উত্তর সিরিয়ার বেশ কয়েকটি কুর্দি নিয়ন্ত্রিত শহর দখল করেছে। হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর নেতৃত্বে বিরোধী দলগুলো গত ৮ ডিসেম্বর দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদের পতনের পর থেকে লড়াই অব্যাহত রয়েছে।

সূত্র : এএফপি

টিএইচ

News