ঢাকা,

২২ ডিসেম্বর ২০২৪


উপদেষ্টা মাহফুজের বক্তব্যের জবাবে যা বললো দিল্লি

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ২১:১২, ২০ ডিসেম্বর ২০২৪

উপদেষ্টা মাহফুজের বক্তব্যের জবাবে যা বললো দিল্লি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের এক মন্তব্যের বিষয়ে ‘কড়া প্রতিবাদ’ জানিয়েছে ভারত। আজ শুক্রবার ভারতের পরররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এই বিষয়ে দিল্লি ঢাকার কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। 

দিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে প্রতিবেশী বাংলাদেশের নেতাদের দায়িত্বশীল মন্তব্যের গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে রণধীর জয়সওয়াল বলেন, নয়াদিল্লি সংশ্লিষ্ট সকলকে প্রকাশ্য মন্তব্য করার সময় দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিতে চায়। 

তিনি বলেন, আমরা এই বিষয়ে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে আমাদের তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমরা জেনেছি, উল্লিখিত পোস্টটি ইতোমধ্যে মুছে ফেলা হয়েছে। তবে আমরা সবাইকে মনে করিয়ে দিতে চাই, জনসমক্ষে মন্তব্য করার সময় সংশ্লিষ্ট সব পক্ষকে আরও সতর্ক থাকা উচিত।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করে জয়সওয়াল বলেন, ভারত বারবার বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার আগ্রহের ইঙ্গিত দিয়েছে। এ ধরনের মন্তব্য জনসাধারণের বক্তব্যে দায়িত্বের প্রয়োজনীয়তা তুলে ধরে।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি, যে মন্তব্যের কথা বলা হচ্ছে, সামাজিক গমাধ্যমের সে পোস্টটি সরিয়ে নেয়া হয়েছে। এ ধরনের মন্তব্য জনসমক্ষে দায়িত্বশীল মন্তব্যের গুরুত্বকে স্মরণ করিয়ে দেয়।

বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর সহিংস হামলার ঘটনায় বৃহস্পতিবারও উদ্বেগ জানিয়েছে নয়াদিল্লি। বলেছে, সংখ্যালঘুদের জীবন ও স্বাধীনতা রক্ষা করার প্রধান দায়িত্ব ঢাকার অন্তর্বর্তী সরকারের।

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সাম্প্রতিক বাংলাদেশ সফরের পরপরই দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং রাজ্যসভায় এ উদ্বেগের কথা ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ভারতের উদ্বেগ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠক ও আলোচনা সভায় বারবার জানানো হয়েছে।

উল্লেখ্য, বিজয় দিবসের রাতে উপদেষ্টা মাহফুজ আলম ফেইসবুক পোস্টে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মণিপুরসহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করে একটি মানচিত্র প্রকাশ করেন।

১৯৪৭ সালে বাংলা ভাগের ধারাবাহিকতায় যে বাংলাদেশ হয়েছে সেই ভূখণ্ডকে ‘খণ্ডিত’ আখ্যা দিয়ে তিনি লেখেন, ‘নতুন ভূখণ্ড ও বন্দোবস্ত লাগবে’। তবে কয়েক ঘণ্টার মধ্যে এই পোস্টটি ডিলিট করে দেওয়া হয় এবং উপদেষ্টা মাহফুজ বা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আর কোনো বক্তব্য করা হয়নি।

টিএইচ

News