ঢাকা,

২২ ডিসেম্বর ২০২৪


পার্লামেন্টে হট্টগোল, রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৮:৫০, ২০ ডিসেম্বর ২০২৪

পার্লামেন্টে হট্টগোল, রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা

ফাইল ছবি

তীব্র হট্টগোলের মধ্য দিয়ে শেষ হলো ভারতের পার্লামেন্টের শীতকালীন অধিবেশন। হট্টগোলের সময় সরকারপক্ষের দুই সংসদ সদস্যকে ধাক্কা দেওয়ার অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ভারতের সংবিধানের অন্যতম প্রণেতা আম্বেদকরের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদে দুই দিন ধরে পার্লামেন্টে তীব্র প্রতিবাদ হয়েছে। এমনকি সরকারপক্ষের দুই সাংসদের সঙ্গে বিরোধী নেতা রাহুল গান্ধী ধাক্কাধাক্কি করেছেন বলে অভিযোগও উঠেছে। অতীতে এমন দৃশ্য কখনো দেখা যায়নি।

উদ্ভূত পরিস্থিতিতে আজ শুক্রবার লোকসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করা হয়। এরপর স্পিকার ওম বিড়লা চায়ের আসরে আমন্ত্রণ জানালে বিরোধী নেতারা তা প্রত্যাখ্যান করেন। নেতারা বলেন, ‘যেখানে সংসদ সদস্যদের বিরুদ্ধে এফআইআর দাখিল করা হয়, সেখানে এই সৌজন্য অর্থহীন।’

কংগ্রেস জানিয়েছে, তারা রাহুলের বিরুদ্ধে দায়ের করা এফআইআরের মোকাবিলা রাজনৈতিকভাবেই করবে। দলের নেতা কে সি বেনুগোপাল বলেন, ‘আম্বেদকরের অসম্মানের প্রতিবাদের জন্য বিজেপির এই চাল রাহুলের কাছে সম্মানের তকমা।’ আর প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, ‘রাহুল আমার বড় ভাই। ধাক্কাধাক্কি করা তাঁর চরিত্রবিরোধী। যে অভিযোগ তাঁর বিরুদ্ধে আনা হয়েছে, কেউ তা বিশ্বাস করে না। আমি তাঁর বোন হয়ে তা জানি। সারা দেশও জানে।’

টিএইচ

News