ফাইল ছবি
আফগানিস্তানের তালেবান সরকারের শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিল রহমান হাক্কানি বুধবার কাবুলে মন্ত্রণালয়ের কার্যালয়ে বড় এক বিস্ফোরণে নিহত হয়েছেন। তাঁর ভাগ্নে আনাস হাক্কানি এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, আফগান তালেবানের শরণার্থী বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী খলিল রহমান হাক্কানিকে রাজধানী কাবুলে হত্যা করা হয়েছে। এক বিস্ফোরণে তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন এই তালেবান নেতার ভাগ্নে আনাস হাক্কানি।
অন্য একটি সূত্র জানায়, মন্ত্রী খলিল হাক্কানির সাথে তাঁর তিন দেহরক্ষী নিহত হয়েছে।
২০২১ সালে আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের পর খলিল হাক্কানি তালেবানের অন্তর্বর্তী সরকারের মন্ত্রী হন। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মতে, তিনি হাক্কানি নেটওয়ার্কের একজন সিনিয়র নেতা ছিলেন। এই হাক্কানি নেটওয়ার্ককে ২০ বছরের যুদ্ধে বড় বড় হামলার জন্য দায়ী করা হয়।
টিএইচ