ঢাকা,

২০ এপ্রিল ২০২৫


নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা প্রধান উপদেষ্টার কাছে

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৭:৩৭, ১৯ এপ্রিল ২০২৫

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা প্রধান উপদেষ্টার কাছে

ছবি সংগৃহীত

নারীর অধিকার, নিরাপত্তা ও সমঅধিকার প্রতিষ্ঠায় প্রস্তাবিত সংস্কারের সুপারিশ সংবলিত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিল নারীবিষয়ক সংস্কার কমিশন।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রতিনিধি দল এই প্রতিবেদন হস্তান্তর করে।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, কমিশনের পক্ষ থেকে একটি বিস্তারিত নীতিগত প্রতিবেদন প্রদান করা হয়েছে, যেখানে নারীর অংশগ্রহণ, সুরক্ষা ও ক্ষমতায়ন বিষয়ে ব্যাপক সংস্কারমূলক সুপারিশ রয়েছে।

২০২৪ সালের নভেম্বরে সরকার শিরিন পারভীন হককে প্রধান করে ১০ সদস্যের নারীবিষয়ক সংস্কার কমিশন গঠন করে। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন:

  • মাহীন সুলতান (সিনিয়র ফেলো, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট)

  • সারা হোসেন (অবৈতনিক নির্বাহী পরিচালক, ব্লাস্ট)

  • ফৌজিয়া করিম ফিরোজ (সভাপতি, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি)

  • কল্পনা আক্তার (সভাপতি, গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশন)

  • ডা. হালিদা হানুম আক্তার (নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ)

  • সুমাইয়া ইসলাম (নির্বাহী পরিচালক, নারী শ্রমিক কেন্দ্র)

  • নিরুপা দেওয়ান (জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য)

  • ফেরদৌসী সুলতানা (সাবেক সিনিয়র সামাজিক উন্নয়ন উপদেষ্টা, এশিয়ান উন্নয়ন ব্যাংক)

  • নিশিতা জামান নিহা (শিক্ষার্থী প্রতিনিধি)

কমিশন সূত্র জানায়, প্রতিবেদনটিতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, কর্মক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, পরিবার ও উত্তরাধিকারের আইন সংস্কার, মাতৃত্বকালীন নিরাপত্তা এবং রাজনৈতিক অংশগ্রহণে নারীর সমান সুযোগ নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ প্রস্তাবনা রয়েছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কমিশনের এ কাজের ভূয়সী প্রশংসা করেন এবং জানান, “এই প্রতিবেদন আমাদের আগামী দিনের সংস্কার কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে।”

প্রতিবেদনটি এখন আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে পর্যালোচনার জন্য পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এটি সংসদীয় ও জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপেও উপস্থাপন করা হতে পারে।

ইউ

News