ঢাকা,

০৩ এপ্রিল ২০২৫


জবি ফিন্যান্স ক্লাবের ’স্পিক টু লিড’ প্রতিযোগিতা সম্পন্ন

তারেক হাসান, জবি প্রতিনিধি

প্রকাশিত হয়েছে: ১৫:৩৬, ১ এপ্রিল ২০২৫

জবি ফিন্যান্স ক্লাবের ’স্পিক টু লিড’ প্রতিযোগিতা সম্পন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) ফিন্যান্স ক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অনলাইন ভিত্তিক পাবলিক স্পিকিং প্রতিযোগিতা ‘স্পিক টু লিড’-এর আয়োজন সম্পন্ন হয়েছে।

আন্তবিশ্ববিদ্যালয় ভিত্তিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা স্বাধীনতা দিবস নিয়ে বক্তব্য দেয় এবং তা ভিডিও ধারণ করে নির্ধারিত সময়ে অনলাইন মিডিয়ায় আপলোড করেন। আপলোডকৃত বক্তব্য ও ভিডিও'র উপর ভিত্তি করে সেরা দশ জন বিজয়ীকে নির্বাচন করেন প্রতিযোগিতার বিচারকরা। রবিবার (৩০ মার্চ) জবি ফিন্যান্স ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।

ক্লাবের ফেসবুক পেজ থেকে জানা যায়, প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ফিন্যান্স বিভাগ ১৮তম ব্যাচের শিক্ষার্থী মেহবুবা মাওলা, দ্বিতীয় স্থান অর্জন করেন ফিন্যান্স বিভাগ ১৭তম ব্যাচের শিক্ষার্থী মশিউর রহমান এবং তৃতীয় স্থান অর্জন করেন ফিন্যান্স বিভাগ ১৫তম ব্যাচের শিক্ষার্থী সাবিহা তাবাসসুম। আরো জানা যায়, এই প্রতিযোগিতায় ৪র্থ স্থান অধিকার করেন আবরার হক (ফিন্যান্স), ৫ম স্থান অধিকার করেন কাজী ফয়সাল হোসেন (ফিন্যান্স), ৬ষ্ঠ স্থান অধিকার করেন ইতু মনি (আইইআর), ৭ম স্থান অধিকার করেন অম্রিতা অপু (জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি), ৮ম স্থান অধিকার করেন সামসুন নাহার রিয়া (মার্কেটিং), ৯ম স্থান অধিকার করেন পার্থ সাহা (ফিন্যান্স) এবং ১০ম স্থান অধিকার করেন আসাদুজ্জামান সিয়াম (মার্কেটিং)।

এছাড়াও অনুষ্ঠানের অংশ হিসেবে গত ২২ মার্চ সকাল ১০ টায় 'পাবলিক স্পিকিং' বিষয়ক একটি অনলাইন সেমিনার আয়োজন করা হয়।

এই সেমিনারে চিফ স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন মাহাতাবস একাডেমির প্রতিষ্ঠাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ক্লাবের সাবেক সভাপতি মো. মঞ্জুর মাহাতাব আবদুল্লাহ। সেমিনারটি জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

ফিন্যান্স ক্লাবের সভাপতি সোহেল হেসাইন বলেন, বাংলাদেশের ৫৫তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত 'স্পিক টু লিড' ইভেন্টে প্রতিটি ডিপার্টমেন্টের অংশগ্রহনকারী সবার প্রতি আমার কৃতজ্ঞতা।যারা ভালো করেছে তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। সফল ভাবে ইভেন্ট শেষ করার পিছনে অবদান রাখা আমার কমিটির সকল সদস্য, ইভেন্টের বিচারকবৃন্দ ও বিভিন্ন ডিপার্টমেন্টের প্রতিনিধিদের অসংখ্য ধন্যবাদ। ফাইনান্স ক্লাব শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এমন কার্যকর ও সময়োপযোগী ইভেন্ট আয়োজন করবে।

ক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বলেন, ইতিমধ্যেই আমাদের এই ইভেন্টর ফলাফল প্রকাশিত হয়েছে। যারা বিজয়ী হয়েছে সবাইকে অভিনন্দন। আমরা এই ইভেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঈদের পর আয়োজন করবো, ইনশাআল্লাহ। অনুষ্ঠানে বিশেষ ব্যক্তিবর্গরা থাকবেন।

উল্লেখ্য, প্রতিযোগিতায় রেজিষ্ট্রেশন ফি ২৬ মার্চের তারিখের সাথে মিল রেখে ২৬ টাকা রাখা হয়‌। আন্তবিশ্ববিদ্যালয় ভিত্তিক এই প্রতিযোগিতার বিষয় হিসেবে "26 March in 2025 : Speak Up for Justice" নির্ধারণ করা হয়। পুরস্কার হিসেবে প্রথম বিজয়ীকে ১,৫০০ টাকা, দ্বিতীয় বিজয়ীকে ১,০০০ টাকা এবং তৃতীয় বিজয়ীকে ৫০০ টাকা প্রদানের কথা রয়েছে।

এছাড়াও প্রথম ১০ জনকে পাবলিক স্পিকিং এর উপর বিশেষ সার্টিফিকেট প্রদান করা হবে।

টিএইচ

News