ঢাকা,

২৩ নভেম্বর ২০২৪


ইভিএম ব্যবহারের ক্ষেত্রে রাজনৈতিক মতামত নিতে হবে: বদিউল আলম

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৭:২০, ১৬ নভেম্বর ২০২৪

ইভিএম ব্যবহারের ক্ষেত্রে রাজনৈতিক মতামত নিতে হবে: বদিউল আলম

ছবি সংগৃহীত

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলো (ইভিএম) দুর্বল ও ত্রুটিপূর্ণ যন্ত্র। এটি ব্যবহারের ক্ষেত্রে রাজনৈতিক মতামত নিতে হবে।

শনিবার (১৬ নভেম্বর) বিকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে সংস্কারবিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি মন্তব্য করেন।

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘এই পর্যন্ত ২১ টি সভা করেছে সংস্কার কমিশন। বিধি বিধান, আইন কানুন নিয়ে আমরা আলোচনা করেছি। যার ভিত্তিতে আমরা সুপারিশ করেছি। ব্যক্তিগতভাবে অনেকের সঙ্গে আলোচনা হচ্ছে। ওয়েবসাইটের মাধ্যমে তথ্য পাচ্ছি। ৩৬৪টি ইমেইল এবং মেসেঞ্জারেও তথ্য পেয়েছি।’

এছাড়া বিভিন্ন গ্রুপ অনানুষ্ঠানিকভাবে সংস্কার কমিশনের সঙ্গে কথা হচ্ছে বলেও জানান বদিউল আলম মজুমদার। তিনি আরও বলেন, ‘আমাদের নিজস্ব অ্যাজেন্ডা নেই। আমরা কোনো দলের পক্ষে কাজ করতে আসিনি। আমরা বদ্ধপরিকর, জুলাই অভ্যুত্থানে নিহতদের রক্তের সঙ্গে যাতে বেইমানি না হয়।’

বিগত নির্বাচনগুলোতে গোয়েন্দা সংস্থার হয়রানি বেআইনি এবং জড়িতদের বিচারের আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশন প্রধান।

এদিকে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেছেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক আমরা চাই না।’

ইউ

News