ছবি সংগৃহীত
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক এস এম ফেরদৌস আলম বলেছেন, ‘বিএসটিআই থেকে সেবা সহজ করতে আমরা সবসময় কাজ করছি। ব্যবসায়ীদের জন্য পণ্যের মান সনদ ও ল্যাব টেস্ট সনদ প্রক্রিয়া আরো সহজ করতে হবে। আজকের এ কর্মশালা সেবা গ্রহীতা ও সেবা প্রদানকারীদের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় করবে।’ শিল্প খাতের উৎপাদিত পণ্যের মান সনদ ও ল্যাব টেস্ট সনদ প্রক্রিয়া সহজ করতে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) উদ্যোগে একটি ওরিয়েন্টেশন কর্মশালা তিনি এ কথা বলেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিসিআই বোর্ডরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক এস এম ফেরদৌস আলম। তিনি বলেন, বিএসটিআই থেকে সেবা সহজ করতে আমরা সবসময় কাজ করছি। ব্যবসায়ীদের জন্য পণ্যের মান সনদ ও ল্যাব টেস্ট সনদ প্রক্রিয়া আরো সহজ করতে হবে। আজকের এ কর্মশালা সেবা গ্রহীতা ও সেবা প্রদানকারীদের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় করবে।
তিনি আরো বলেন, ভোক্তারা যাতে মানসম্পন্ন পণ্য পান, সেটি নিশ্চিত করতেই বিএসটিআই কাজ করছে। বেসরকারি খাতের সঙ্গে আমরা নিবিড়ভাবে কাজ করছি, যাতে সেবার মান আরো উন্নত করা যায়।
কর্মশালার সভাপতি বিসিআইয়ের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, শিল্প প্রতিষ্ঠানের জন্য মান সনদ গ্রহণ জরুরি। আমরা চাই, শিল্প উদ্যোক্তারা সহজেই পণ্যের মান সনদ পেয়ে যান এবং ভোক্তারা সঠিক ও নিরাপদ পণ্য পান।
তিনি আরো বলেন, পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। এতে সেবার মান উন্নত হবে ও প্রক্রিয়াটি সহজ হবে।
কর্মশালায় বিসিআই পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, শিল্প প্রতিষ্ঠানগুলো যেন কম সময়ে ও কম খরচে বিএসটিআইয়ের সেবা পায়, সে বিষয়ে দৃষ্টি দেয়া প্রয়োজন। তিনি বিসিআইইয়ের পক্ষ থেকে এ ধরনের কর্মশালা নিয়মিত আয়োজনের ঘোষণা দেন।
কর্মশালার দ্বিতীয় ভাগে বিএসটিআইয়ের সহকারী পরিচালক প্রকৌশলী ফিরোজ আহম্মদ ও সহকারী পরিচালক এস এম ফরহাদ হোসেন দুটি আলাদা সেশনে পণ্যের মান সনদ ও ল্যাব টেস্ট সনদ গ্রহণের প্রক্রিয়া তুলে ধরেন। অংশগ্রহণকারীরা এ দুটি সেশনকে কার্যকর ও গুরুত্বপূর্ণ বলে মতামত দেন।
কর্মশালার শেষ পর্বে অংশগ্রহণকারীদের মতামত নেয়া হয়। এ সময় বিসিআই পরিচালক ড. দেলোয়ার হোসেন রাজা সনদ বিতরণ করেন। বিসিআইয়ের সেক্রেটারি জেনারেল ড. মো. হেলাল উদ্দিন অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বিসিআইয়ের ভবিষ্যৎ কর্মসূচির সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানান।
ইউ