মধ্যরাতে মুম্বাইয়ে গায়ক শানের বাসভবনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বান্দ্রার ফরচুন অ্যাপার্টমেন্টে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন বাসার জানালা দিয়ে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ১০টি গাড়ি। সেখানে আগুন নেভানোর কাজ চলছে। তবে কীভাবে এই আগুন লাগল? কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এখনও এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই’র ভিডিওতে শানের ওই ফ্ল্যাটের জানালা থেকে ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসতে দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটে।
বান্দ্রার ফরচুন অ্যাপার্টমেন্টের ১১ তলায় থাকেন গায়ক শান। আর ওই বিল্ডিংয়ের ৭ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১টা ৪৫ মিনিটের দিকে ওই বহুতল ভবনে আগুন লেগেছিল।
এই ঘটনায় সেসময় ওই আবাসনে অনেকেই আটকে পড়েন। ৮০ বছরের এক বৃদ্ধা বাসিন্দাকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তিনি আইসিইউতে চিকিৎসাধীন।
তবে এই অগ্নিকাণ্ডের সময় শান ও তাঁর পরিবারের সদস্যরা ফ্ল্যাটে ছিলেন কিনা, তা জানা যায়নি। তবে ঘটনার খবর ছড়িয়ে পড়লে শান-ভক্তরা গভীর উদ্বেগ প্রকাশ করেন।
টিএইচ