ভারতীয় সিনেমার অগ্রপথিক শ্যাম বেনেগাল মারা গেছেন। আজ সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ৯০ বছর বয়সী এই কিংবদন্তি নির্মাতা না ফেরার দেশে পাড়ি জমান।
সোমবার রাতে একটি প্রেস বিবৃতিতে বেনেগাল পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্যাম বেনেগাল মুম্বাইয়ের ওকহার্ট হাসপাতালে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জীবনীভিত্তিক সিনেমা নির্মাণের জন্য বিখ্যাত বেনেগাল ভারতীয় সিনেমায় এক নতুন যুগের সূচনা করেছিলেন। তার প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র জগতে একটি যুগের অবসান হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, শ্যাম বেনেগাল নির্মিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। যে সিনেমাটির মাধ্যমে এই নির্মাতার নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিলো বাংলাদেশের সাথেও। গত বছর ১৩ অক্টোবর সিনেমাটি মুক্তি পায়।
শ্যাম বেনেগালের বিখ্যাত চলচ্চিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘অঙ্কুর’ (১৯৭৩), ‘নিশান্ত’ (১৯৭৫), ‘মন্থন’ (১৯৭৬), ‘ভূমিকা’ (১৯৭৭), ‘মাম্মো’ (১৯৯৪), ‘সরদারি বেগম’ (১৯৯৬), ‘জুবেইদা’ (২০০১) প্রভৃতি।
১৮টি জাতীয় পুরস্কারপ্রাপ্ত বেনেগাল তার কর্মের মাধ্যমে সাধারণত প্রচলিত সিনেমার ধারার বাইরে সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন বিষয়কে গভীর দৃষ্টিতে তুলে ধরেছেন।
১৯৭৬ সালে পদ্মশ্রী এবং ১৯৯১ সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত শ্যাম বেনেগালের অবদান ভারতীয় সিনেমার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
টিএইচ