ঢাকা,

১২ ডিসেম্বর ২০২৪


চঞ্চলকে ‘গৃহবন্দি’ করার গুজব ভারতীয় গণমাধ্যমে, যা বললেন অভিনেতা

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১১:২৪, ১২ ডিসেম্বর ২০২৪

চঞ্চলকে ‘গৃহবন্দি’ করার গুজব ভারতীয় গণমাধ্যমে, যা বললেন অভিনেতা

ফাইল ছবি

বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকেই দুই দেশের সম্পর্ক পরিবর্তন এসেছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে একের পর এক মিথ্যা তথ্য প্রচার করছে।

এই কারণে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কে টানাপড়েন চলছে বেশ কিছুদিন ধরে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে নিয়ে এবার গুজব ছড়ালো ভারত।  

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন এক খবরে দাবি করেছে যে, নিউইয়র্কে যাওয়ার সময় বিমানবন্দরে আটক করা হয়েছে চঞ্চল চৌধুরীকে। বর্তমানে তাঁকে গৃহবন্দী করে রাখা হয়েছে। এরপর একে একে  হিন্দুস্তান টাইমস, নিউজ ১৮-সহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে চঞ্চলের ‘গৃহবন্দি’র খবর প্রচার করা হয়। এই বিষয়টি নিয়ে এবার একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন চঞ্চল। তিনি জানালেন, খবরটি মিথ্যা। এমন কোনো ঘটনাই তার সাথে ঘটেনি।

বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সংবাদ প্রতিদিন অনলাইনে প্রকাশ করা হয় ‘বিমান থেকে সেনার কবজায়, বাংলাদেশে গৃহবন্দী জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী’ শিরোনামের একটি সংবাদ। সেখানে দাবি করা হয়, সপ্তাহ দুয়েক আগে ঢাকা থেকে নিউইয়র্ক যাচ্ছিলেন চঞ্চল চৌধুরী। ঢাকা থেকে দুবাই হয়ে নিউইয়র্ক যাওয়ার কথা ছিল তার। বিমান ছাড়ার কিছুক্ষণ আগে কয়েকজন বিএনপি নেতা ও সেনাবাহিনীর সদস্যরা বিমানে উঠে সরাসরি চঞ্চলের কাছে যান। প্রশ্ন করেন, আপনিও কি হাসিনার মতো দেশ ছেড়ে পালাচ্ছেন? হতভম্ব চঞ্চল উত্তর দেন, কাজের সূত্রেই নিউইয়র্কে যাচ্ছেন তিনি। এরপরই বিমান থেকে নামানো হয় অভিনেতাকে। বর্তমানে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে।

সেই খবরে আরও উল্লেখ করা হয়, শেখ হাসিনা সরকারের পতনের পর তার ঘনিষ্ঠজনদের হয়রানির শিকার হতে হচ্ছে। এই ধারাবাহিকতায় গৃহবন্দী করা হয়েছে চঞ্চলকে। এমন খবরের সত্যতা জানতে প্রশ্ন করা হয় অভিনেতাকে। চঞ্চল চৌধুরী বলেন, এমন কোনো ঘটনাই ঘটেনি আমার সঙ্গে। এই খবরের কোনো সত্যতা নেই। পুরোপুরি মিথ্যা। এমনকি গত কয়েক মাস যাবত কোনো সাংবাদিকের সাথেই আমার কথা হয়নি। কীভাবে এ ধরনের সংবাদ প্রকাশ করা হলো, তা আমার জানা নেই।

মিথ্যা সংবাদ প্রচাররের বিষয়ে চঞ্চল চৌধুরী জানান, এমন মিথ্যা খবরে তিনি বেশ বিব্রত। যেকোনো সংবাদ প্রকাশের সময় সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন এই অভিনেতা।  

প্রসঙ্গত, দেশের সীমানা ছাড়িয়ে চঞ্চল চৌধুরী কলকাতাতেও জনপ্রিয়। কয়েকটি জনপ্রিয় ওয়েব সিরিজে অভিনয় করেছেন। এমনকি চলতি বছর টলিউডের সিনেমায় অভিষেক হয়েছে তার।

টিএইচ

News