ঢাকা,

২৩ জানুয়ারি ২০২৫


তাপস, মুন্নীর মামলা নিয়ে কী বলছেন তদন্ত কর্মকর্তা?

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৯:৪৩, ৬ ডিসেম্বর ২০২৪

তাপস, মুন্নীর মামলা নিয়ে কী বলছেন তদন্ত কর্মকর্তা?

ফাইল ছবি

গুলশান থানায় তদন্তের আওতায় রয়েছেন গান বাংলা চ্যানেলের কর্ণধার কৌশিক হোসেন তাপস এবং তার স্ত্রী ফারজানা মুন্নী। খুব শিগগিরই তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে, এমনটাই জানিয়েছেন দায়িত্বরত পুলিশ।

দেশে সরকার পতনের পরপরই সংগীতবিষয়ক বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গান বাংলার’পুরোপুরি মালিকানা দখলের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এরপরই ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহর আদালতে তাপস, মুন্নী সহ আরও ৩ জনের (রবি শংকর মৈত্রী, এম. আমানুল্লাহ খান (চঞ্চল খান), সৈয়দ নাবিল আশরাফ) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই মামলায় অজ্ঞাতনামা হিসেবে রয়েছে আরও ৪ জন আসামি।

গত ২৫ নভেম্বর সৈয়দ শামস উদ্দিন আহমেদ মামলার আবেদন করলে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে গুলশান থানার ওসিকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এই মামলা সহ একাধিক মামলায় অভিযুক্ত তাপস। যে কারণে ৪ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয় তাপসকে। জানা যায়, আগামী ৯ ডিসেম্বর তার উপস্থিতিতে গ্রেফতারের বিষয়ে শুনানি হবে। আগামী ১ জানুয়ারির মধ্যে তাপসের বিরুদ্ধে মামলার তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার দিনও ধার্য করা হয়।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই হারুনর রশীদ বলেন, মামলাটি এখন তদন্তাধীন। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করব।

বর্তমানে কৌশিক হোসেন তাপস কারাগারে রয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডেও নেয়া হয় এ তারকা ব্যক্তিত্বকে। 

টিএইচ

    News