ঢাকা,

২৩ জানুয়ারি ২০২৫


ফেসবুক পোস্ট আর রাস্তায় জ্যামের যন্ত্রণায় জীবন স্থবির: চমক

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ২২:৫১, ২৯ নভেম্বর ২০২৪

ফেসবুক পোস্ট আর রাস্তায় জ্যামের যন্ত্রণায় জীবন স্থবির: চমক

ফাইল ছবি

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। ‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামের একটি কনসার্ট আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। আজ আর্মি স্টেডিয়ামে হবে এই কনসার্ট। সেখানে গান গাইবে আতিফ আসলামসহ বাংলাদেশ এবং পাকিস্তানের শিল্পীরা।

এই আয়োজনকে ঘিরে আর্মি স্টেডিয়ামসহ তার আশেপাশের রাস্তায় বেশ জ্যাম দেখা যায় । এ ঘটনায় আক্ষেপ প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। 

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে লিখেন, ফেসবুক পোস্ট আর রাস্তায় জ্যামের যন্ত্রণায় জীবন স্থবির। অভিনেত্রী লিখেছেন, ‘ফেসবুকে পোস্ট আর রাস্তায় জ্যামের যন্ত্রণায় জীবন স্থবির।’

চমকের কথায়, ‘আমার গাড়িতে আতিফ আসলামের গান চলতেছে, এটাই বড় বিষয়। যাই হোক প্রয়োজন ছাড়া আজ বের হইয়েন না। না মানে, ডিনার যদি আর্লি করতে চান আরকি।’

পোস্টের কমেন্ট বক্সে তামান্না তাসনিম নামে এক ভক্ত লিখেছেন, ‘আমি জ্যামের মধ্যেই আটকে আছি, আজ রাতে আর পৌঁছাবে না মনে হয়।’ আরেকজনের ভাষ্য, ‘অনেক জ্যাম আপু, আর্মি স্টেডিয়াম থেকে এয়ারপোর্ট পর্যন্ত।’

সর্বশেষ গত এপ্রিলে ঢাকায় এসে দর্শকদের গান শুনিয়ে গেছেন আতিফ আসলাম। ‘লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্টে গেয়ে শোনান ‘ও লামহে’, ‘তেরে বিন’, ‘পেহলি নাজার ম্যায়’, ‘তেরে লিয়ে’সহ তাঁর গাওয়া বেশ জনপ্রিয় কিছু গান। 

সেই কনসার্টে আতিফের সাথে পারফর্ম করেন বাংলাদেশের আহমেদ হাসান সানি, ব্যান্ড কাকতাল, ফিরোজ জং এবং কার্নিভ্যাল।

টিএইচ

    News