ঢাকা,

২৩ জানুয়ারি ২০২৫


‘পথের পাঁচালী’র ‘দুর্গা’র বিসর্জন

বিজনেস আই ডেস্ক

প্রকাশিত হয়েছে: ১৭:৪৩, ১৮ নভেম্বর ২০২৪

‘পথের পাঁচালী’র ‘দুর্গা’র বিসর্জন

ছবি সংগৃহীত

শরতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর যে কাশফুল, তা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’তে সাদাকালো ক্যামেরায় চির রঙিন করে গেছে আরেক কিংবদন্তী সত্যজিৎ রায়। আর এটি দর্শকের সামনে জীবন্ত করে তুলে ধরেন, ‘দুর্গা’, ও ‘অপু’। সেই ‘দুর্গা’ চরিত্রে অভিনয় করা উমা দাশগুপ্তের জীবনাবসান হয়েছে। ‘দুর্গা’র আবাহন হলেও ‘বিসর্জন’ অবশ্যম্ভাবী, সেই খবরে শোকে ন্যুয়ে পড়েছে টলিপাড়া। দীর্ঘ দিন ক্যান্সারে ভুগছিলেন তিনি।

সোমবার (১৮ নভেম্বর) সেই অভিনেত্রী চলে গেলেন পরপারে। এদিন সকালে পশ্চিমবঙ্গের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। 

পশ্চিমবঙ্গের একটি দৈনিককে অভিনেত্রীর মৃত্যুর জানান, অভিনেতা-বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী।  

শৈশব থেকেই থিয়েটার করা উমাদেবীকে আবিষ্কার করেছিলেন মানিকবাবু। যদিও তার বাবা চাননি মেয়ে সিনেদুনিয়ায় আসুক। তবে শেষমেশ উমার পরিবারকে রাজি করিয়ে নেন পরিচালক। 

সিনেপর্দায় দুর্গার মৃত্যু শুধু অপুর মনে গভীর ক্ষত সৃষ্টি করেছিল তাই নয়, দুর্গার মৃত্যু কাঁদিয়েছিল আপামর দর্শক। এবার বাস্তবেও না ফেরার দেশে পাড়ি জমালেন পর্দার দুর্গা।

এর আগে আগে অভিনেত্রীর মৃত্যুর খবর রটে। পরে জানা যায়, তিনি সুস্থ আছেন। তবে ১৮ নভেম্বর, সোমবার অভিনেত্রীর শেষ নিঃশ্বাস ত্যাগ করার খবর এলো। 

ইউ

    News