ঢাকা,

২২ ডিসেম্বর ২০২৪


রাকিব স্টালিনের কথা ও সুরে সালেহ বিশ্বাস গাইলেন ‘মনের মানুষ’

প্রকাশিত হয়েছে: ১৯:১২, ১২ অক্টোবর ২০২৪

আপডেট: ১৯:১৮, ১২ অক্টোবর ২০২৪

রাকিব স্টালিনের কথা ও সুরে সালেহ বিশ্বাস গাইলেন ‘মনের মানুষ’

ছবি: বিজসেন আই

শেকড়ের গান নিয়ে কাজ করছেন এমন কণ্ঠশিল্পীদের একজন সালেহ বিশ্বাস। তার দরাজ কণ্ঠে মাটির সুর। নিয়মিত গান করছেন মঞ্চে টেলিভিশনে। প্রকাশ করছেন মৌলিক গান।

তারই ধারাবাহিকতায় এবার সালেহ বিশ্বাস কণ্ঠ দিয়েছেন ২৪ বছর আগের লেখা একটি গানে। শিরোনাম ‘মনের মানুষ’। দুই যুগ আগে গানটির কথা লেখেন রাকিব স্টালিন। সুরও বসিয়েছেন তিনি। সংগীত পরিচালনা  করেছেন কেজিএম রাহাত।

গানটি নিয়ে রাকিব বলেন, ‘এটি আমার প্রথম লেখা গান। ২৪ বছর আগে লিখেছিলাম। সুরও করেছিলাম। সালেহ বিশ্বাস দরাজ কণ্ঠের শিল্পী। গানটি তার গলায় বেশ মানিয়েছে। এরইমধ্যে ভালো সাড়া পাচ্ছি।’

সালেহ বলেন, ‘রাকিব ভাইয়ের কথা ও সুরে মুন্সিয়ানা রয়েছে। তার সঙ্গে রাহাতের মিউজিকের দারুন সমন্বয় হয়েছে। আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করেছি। শ্রোতাদের ভালো লাগলেই আমার সার্থকতা।’

সম্প্রতি গানটির একটি মিউজিক ভিডিও  প্রকাশ পেয়েছে গানচিল এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে। প্রকাশের সঙ্গে সঙ্গেই বেশ সাড়া ফেলেছে।

ইউ

News