ফাইল ছবি
দীর্ঘ ১২ বছর ধরে বাংলাদেশ সিভিল সার্ভিসসহ (বিসিএস) ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন সৈয়দ আবেদ আলী ওরফে জীবন। তিনি পিএসসি’র চেয়ারম্যানের সাবেক গাড়িচালক। গাড়িচালক হলেও মাদারীপুর জেলার ডাসার উপজেলার বাসিন্দা আবেদ আলী কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা ও চর্চা। একইসাথে আলোচনায় উঠে এসেছে পিএসসির সাবেক চেয়ারম্যান ড. জিনাতুন নেসা তাহমিদা বেগমের নাম। তিনি দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের মা।
পিএসসির সাবেক চেয়ারম্যান ড. জিনাতুন নেসা তাহমিদা বেগমের দায়িত্ব পালনের সময়ও প্রশ্নপত্র ফাঁস হয়েছিল বলে অভিযোগ উঠেছে। আবার তারই ছেলে গায়ক তাহসান খান ২৪তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন। ওই পরীক্ষা পরে বাতিল হয়। পরবর্তীতে ভাইভা হলে সেখান থেকে বাদ পড়েন ছেলে তাহসান। যা এখন সোশ্যাল মিডিয়ার ভাইরাল ইস্যু।
তাহসান খানকে নিয়ে এই ইস্যুতে এবার কথা বললেন দেশের নন্দিত গীতিকার এবং সুরকার প্রিন্স মাহমুদ। আজ বুধবার (১০ জুলাই) দুপুর সোয়া ৩টার দিকে ফেসবুক ভেরিফায়েড প্রোফাইল থেকে এক পোস্টে তিনি লেখেন, ‘তাহসানের নামে ছড়ানো খবরটি একেবারেই মিথ্যা, সম্পূর্ন মিথ্যা। এসব খবর নজর অন্যদিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্যই।’
‘তাহসানের বাবা-মা দু’জনই অত্যন্ত সৎ মানুষ। ছোটবেলা থেকে দেখেছি। সাধারণ সরকারি কর্মকর্তাদের বাচ্চাদের মতো বড় হয়েছে তাহসান। কোনোরকম বিলাসিতা দেখিনি। যা তাহসানের অর্জন সমস্তটা গানের জন্যই। বাই দ্য ওয়ে, প্রকৃত অসৎদেরকে ধামাচাপা দেয়ার জন্য এগুলো ছড়ানো হচ্ছে। তীব্র নিন্দা জানাচ্ছি।’
এছাড়া প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘তাহসানের আম্মা জিনাতুন নেসা ২০০২-২০০৭ সাল পর্যন্ত পিএসসির চেয়ারম্যান ছিলেন। আর প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে ২০১২ থেকে, মানে গত একযুগ বা ১২ বছর। তার গাড়ি চালাতো বলেই সে অপরাধী, বিষয়টা কিন্তু এমন নয়। তিনি দায়িত্বে থাকার সময় প্রশ্ন ফাঁস হয়েছিল কিনা বা প্রশ্নফাঁসের সময় থেকে তিনি কোনো দায়িত্বে ছিলেন কিনা বা জড়িত ছিলেন কিনা, সেটা আগে জানতে হবে। তারপর আশা করি আমরা তাকে দোষারোপ করব। যদি তিনি অপরাধী হন বা তার কোনো দায় থাকে।’
তারেক