ঢাকা,

২৩ জানুয়ারি ২০২৫


ট্রাইব্যুনালেই চলবে গণহত্যা বিচার

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৫:৩৬, ২২ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৫:৩৮, ২২ জানুয়ারি ২০২৫

ট্রাইব্যুনালেই চলবে গণহত্যা বিচার

ফাইল ছবি

জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত গণহত্যার বিচার নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার বিভাগের এখতিয়ার চ্যালেঞ্জ করে সাবেক এনটিএমসি মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান একটি আবেদন করেছিলেন।

বুধবার (২২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই আবেদন খারিজ করে দেয়।

এ আদেশটি দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার। তার সঙ্গে ছিলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী। এই মামলায় ২০ জানুয়ারি (সোমবার) শুনানি অনুষ্ঠিত হয়েছিল এবং এরপর আজকের দিনটি আদেশের জন্য নির্ধারণ করা হয়।

শুনানিতে জিয়াউল আহসানের পক্ষে আইনজীবী এম আই ফারুকী, নাজনীন নাহার এবং নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন, রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

ইউ

    News