ছবি: উইমেনআই২৪ ডটকম
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে তীব্র নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। এ দাবিতে মানববন্ধন পরবর্তী সমাবেশও করে তারা।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার চানন্দী ইউনিয়নের থানারহাট বাজার এলাকায় মেঘনা নদীর তীরে নদী ভাংগনের শিকার হাজার হাজার এলাকাবাসী, বাজারের ব্যবসায়ী, স্কুল-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে।
মানববন্ধনে স্থানীয়রা জানায়, বিগত তিন বছরে নদী ভাঙ্গনে এখন পর্যন্ত প্রায় দুই লক্ষ মানুষ বাস্তুুচ্যুত হয়েছে। ২০টি বাজার, মসজিদ ও মাদরাসাসহ অর্ধশতাধিক বিদ্যালয় এবং কয়েক শতাধিক স্থাপনা বিলীন হয়ে যায়।
নদী ভাঙ্গন রোধে সরকারী অর্থ বরাদ্দ হলেও ঠিকাদারের অবহেলায় অনিয়মের কারণে এখনো কাজ শুরু হয়নি। এছাড়া আওয়ামী লীগের সাবেক এমপি মোহাম্মদ আলীর অনিয়মের কারণে কোনো কাজ হয়নি। বক্তারা অবিলম্বে নদী ভাঙ্গন রোধে সরকারি উদ্যোগের দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন- চানন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কামরুল হাসান তারেক প্রমুখ।
ইউ