ঢাকা,

২০ এপ্রিল ২০২৫


নারী বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ২০:১৪, ১৯ এপ্রিল ২০২৫

আপডেট: ২০:১৬, ১৯ এপ্রিল ২০২৫

নারী বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ

ছবি সংগৃহীত

অবিশ্বাস্য উত্তেজনা আর নাটকীয়তায় ঠাসা ম্যাচেও শেষ হাসি হাসলো বাংলাদেশ নারী দল। থাইল্যান্ডকে হারিয়ে ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ নারী দল, কিন্তু বিশ্বকাপের টিকিট নিশ্চিত হলো বাংলাদেশের।

বিশ্বকাপ বাছাই পর্বে থাইল্যান্ডের দেয়া ১৬৭ রানের টার্গেট ১০.৫ ওভারে তাড়া করে ফেলেও নেট রানরেটের খেলায় পিছিয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তাদের নেট রানরেট দাঁড়ায় ০.৬৩, আর বাংলাদেশের ০.৬৪—মাত্র ০.০১ ব্যবধানে মূল পর্বে জায়গা করে নেয় নিগার সুলতানাদের দল।

ম্যাচের ১১তম ওভারের ৫ম বলে যদি চার মারতেন, আর ৬ষ্ঠ বলে ছক্কা, তাহলেই বিশ্বকাপে জায়গা হতো হেইলি ম্যাথিউসদের। কিন্তু সরাসরি ছয় হাঁকানোয় ওভার শেষ হয়ে যায় এক বল আগেই, ফলে রানরেটের মারপ্যাঁচে কাটা পড়ে ক্যারিবীয়রা। দুর্দান্ত ইনিংস খেলেন অধিনায়ক হেইলি ম্যাথিউস এবং শ্যানেল হেনরি, কিন্তু শেষ রক্ষা হয়নি।

বাংলাদেশ নারী দল বাছাই পর্বে নিজেদের ম্যাচগুলো দারুণভাবে জিতে রানের গড়টা তুলেছিলো অনেকটাই উপরের দিকে। ওয়েস্ট ইন্ডিজকে টপকে যাওয়ার জন্য তাদের চাওয়া ছিলো, ম্যাচ জিতলেও যেন সেটি নির্দিষ্ট সময়সীমার একটু বেশি সময়েই শেষ হয়। ঠিক সেটাই ঘটায় শেষ হাসি হাসে বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর নারী উইং প্রধান বলেন, ‘মেয়েদের এই অর্জন অসাধারণ। বিশ্বকাপে সুযোগ পাওয়া তাদের কঠোর পরিশ্রমের ফল।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটপ্রেমীরাও উচ্ছ্বাসে ফেটে পড়েছেন।

বিশ্বকাপ মূল পর্বে জায়গা পাওয়ায় বাংলাদেশ নারী দল এখন প্রস্তুতি নেবে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য। সেখানে অংশ নেবে বিশ্বের শীর্ষ ১০টি নারী ক্রিকেট দল। বাংলাদেশের জন্য এটি আবারও নিজেদের প্রমাণের মঞ্চ।

ইউ

News