
বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে এশিয়া কাপে সুপার ফোরে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে দেশের বাইরে প্রথমবারের মতো আফগানিস্তানকে টি-টোয়েন্টিতে হারালো বাংলাদেশ।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে আফগানিস্তানকে ১৫৫ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ।
জবাবে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই ওপেনার সেদিকুল্লাহ অটলকে শূন্য রানে এলবিডাব্লিউ করেন বাহাতি স্পিনার নাসুম আহমেদ। ওই ওভার মেইডেন নেন নাসুম। উইকেট হারানোর পরেও চড়াও হওয়ার চেষ্টায় ছিলেন ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ। তবে পঞ্চম ওভারে এসে সেই জুটিও ভেঙেছেন নাসুম। তার বলে এলবিডাব্লিউ হয়ে ৫ রানে ফিরেছেন ইব্রাহিম। অবশ্য আফগানিস্তান রিভিউ নিয়েও লাভ হয়নি। আফগান ব্যাটার কাটা পড়েন আম্পায়ারর্স কলে।
পাওয়ার প্লেতে দুই উইকেট নেয়ার পাশাপাশি আফগানদের চেপে ধরে টাইগার বোলাররা। ৬ ওভারে আফগানদের সংগ্রহ মাত্র ২৭ রান।
৮ দশমিক ৩ ওভারে এসে গুলবাদিনকে বিদায় দিয়ে আফগানদের আরও চাপে ফেলেন রিশাদ। গুলবাদিনের ফিরতি ক্যাচ নেন এই লেগি। আফগান এই ব্যাটার ১৪ বলে ১৬ রান করে বিদায় নেন। গুরবাজ এক প্রান্ত আগলে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালেও ড্রিংকস ব্রেকের পর রিশাদের বলে সুইপ করতে গিয়ে ৩৫ রানে কাটা পড়েন। তার ৩১ বলের ইনিংসে ছিল ২টি চার ও ২টি ছয়। এটি ছিল রিশাদের দ্বিতীয় উইকেট। আফগানরা চতুর্থ উইকেট হারায় ৬২ রানে।
১৩তম ওভারে পঞ্চম উইকেটও তুলে নেয় বাংলাদেশ। মোস্তাফিজের বলে বোল্ড হন মোহাম্মদ নবী (১৫)। তাতে ৭৭ রানে পঞ্চম উইকেট হারিয়ে আরও বিপদে পড়ে আফগানিস্তান। তবে ক্যামিও ইনিংসে ঝড়ো ব্যাটিংয়ে ব্যবধান কমাচ্ছিলেন আজমতউল্লাহ ওমরজাই। তার ব্যাটে ১৫তম ওভারে স্কোর একশ ছাড়ায় আফগানদের। তবে এই ব্যাটারকে ৩০ রানে থামিয়েছেন তাসকিন আহমেদ। ওমরজাই ক্যাচ আউট হওয়ার আগে ১৬ বলে ১টি চার ও ৩টি ছক্কা মারেন।
টিএইচ