
সাভার সদর ইউনিয়নের চাঁপাইন নিউ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সাভার ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মাদ তমিজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল এবং সাংগঠনিক সম্পাদক মনজুরুল হক সৌরভ। সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সিকদার। সঞ্চালনা করেন সাভার সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রায়হান মাহবুব।
অনুষ্ঠানে ঢাকা জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ সাভার সদর ইউনিয়ন ছাত্রদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মাদ তমিজ উদ্দিন বলেন, "ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সকল কমিটিতে মেধাবী ও ত্যাগীদের যথাযথ মূল্যায়ন করা হবে। বিশেষ করে ৫ই আগস্টের আগে যারা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন, তাদেরকেই সামনে রেখে রাজনীতির ভবিষ্যৎ
নির্মাণ করা হবে।"
এ সম্মেলনের মাধ্যমে ছাত্রদলের নেতা-কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও সংগঠনের প্রতি অঙ্গীকার আরো দৃঢ় হয়েছে বলে জানান উপস্থিত নেতারা।
টিএইচ