ঢাকা,

০৭ মার্চ ২০২৫


রমজানে হাসপাতালের রোগীর স্বজনদের সেহরির ব্যবস্থা করলেন যুবদল নেতা

কে এম শাহাদাত হোসেন

প্রকাশিত হয়েছে: ১৭:১৮, ৬ মার্চ ২০২৫

রমজানে হাসপাতালের রোগীর স্বজনদের সেহরির ব্যবস্থা করলেন যুবদল নেতা

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের স্বজনদের জন্য সেহরির ব্যবস্থা করেছেন জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি। রমজান মাসে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে তিনি এই উদ্যোগ নেন। 

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অনেক স্বজন পটুয়াখালী জেলা ও পার্শ্ববর্তী জেলা বরগুনা থেকে দূর-দূরান্তে এসে হাসপাতালে থাকতে বাধ্য হন। বিশেষ করে রমজান মাসে সেহরির সময় খাবারের অভাব দেখা দেয় এবং অনেকেই খাবারের জন্য দুশ্চিন্তায় থাকেন। এই সমস্যার সমাধান করতে, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি তাদের জন্য স্বেচ্ছায় সেহরি আয়োজন করেছেন। প্রথম রমজান থেকে শুরু হওয়া এ উদ্যোগে প্রতিদিন ৪০০ জনকে সেহরি প্রদান করা হচ্ছে, যা ভাত, ডাল, মাংস, সবজি এবং পর্যাপ্ত পানীয় সহ প্রদান করা হয়।

রোগীদের স্বজনরা জানান, "বাইরে থেকে এসে হাসপাতালে থাকতে কষ্ট হয়, এবং খাবারের জন্য দোকানে যেতে হয়, যেগুলো রাতে বন্ধ থাকে। এমন সময় আমাদের সেহরির ব্যবস্থা করে দেওয়া সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।"

সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমির সহযোগীরা জানান, এ ধরনের কাজে সহযোগিতা করতে পেরে আমরা অনেক আনন্দিত। বাকি রমজানের খাবার দেওয়া অব্যাহত থাকবে এবং সামনের দিনগুলোতে আমরা এ ধরনের কাজ করতে আরো আগ্রহী। 


সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমির বলেন: “রমজান হলো ত্যাগ ও সহমর্মিতার মাস। আমরা দেখেছি, অনেক মানুষ হাসপাতালে রোগীদের সেবা দিতে এসে সেহরি খেতে পারেন না। তাদের কষ্ট লাঘব করতেই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। এই সেহরি বিতরণের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমির এ মানবিক উদ্যোগ শুধু একক কোনো প্রচেষ্টা নয়, বরং এটি সমাজের অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে বলে মনে করছেন সুশীল সমাজ।
 

টিএইচ

News