কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৪৭জনকে আসামি করে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজূ করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন।
মামলায় ইতিমধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগর ৭জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আরও জানান, গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) রাতে নিষিদ্ধ ঘোষিত দল ছাত্রলীগের নেতাকর্মীরা হঠাৎ ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে মিছিল বের করে বিভিন্ন যানবাহনে হামলা করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। সাবেক ছাত্রলীগ নেতা, বর্তমানে শ্রমিকলীগ নেতা মিজান প্রকাশ বার্মায়া মিজানের নেতৃত্ব একদল নিষিদ্ধঘোষিত দলের নেতা কর্মীরা এ হামলা চালিয়ে শহরে ত্রাস সৃষ্টি করে।
এ ঘটনায় ৩১ জানুয়ারি ২০২৫ ইং কক্সবাজার সদর মডেল থানায় ৪৭ জনের নাম উল্লেখ করে একটি দ্রুত বিচার আইনে মামলা রুজু হয়েছে। যার নাম্বার ৫০।
ঘটনার পর থেকে ওসির নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগের ৭জন নেতাকর্মীকে আটক করতে সক্ষম হন।
ওসি বলেন, 'নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের ধরতে পুলিশ প্রশাসনের অভিযান অব্যাহত আছে বলে জানান কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান।'#####
টিএইচ