ঢাকা,

১৯ এপ্রিল ২০২৫


বিশ্বনেতারা আমাকে এখন ‘স্যার’ ডাকছেন: ট্রাম্প

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১১:২৭, ১০ এপ্রিল ২০২৫

বিশ্বনেতারা আমাকে এখন ‘স্যার’ ডাকছেন: ট্রাম্প

নতুন শুল্কনীতি পুনর্বিবেচনার জন্য বিভিন্ন দেশ মরিয়া হয়ে উঠেছে মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বনেতারা চুক্তির জন্য এখন তাঁকে ‘স্যার’ ডাকছেন।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে ওয়াশিংটনে নিজ দল রিপাবলিকান পার্টির ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেসনাল কমিটির বার্ষিক তহবিল সংগ্রহের নৈশভোজে দাতাদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন বলে দ্য গার্ডিয়ান জানিয়েছে।

অবশ্য এর পরই আগামী ৯০ দিনের জন্য নতুন শুল্কনীতি স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট। চীন ছাড়া সকল দেশের জন্য এই সিদ্ধান্ত কার্যকর হবে।

ট্রাম্প জোর দিয়ে বলেন, ‘আমি জানি আমি কী করছি।’ দম্ভ করে তিনি বলেন, আমি আপনাকে বলছি, এই দেশগুলো আমাদের ডাকছে, আমার পশ্চাদ্দেশে চুমু খাচ্ছে। তারা তা করছে। তারা একটি চুক্তি করার জন্য মরিয়া।’

বিশ্বনেতাদের আবেদনকে উপহাস করে ট্রাম্প বলেন, ‘তারা বলছেন– দয়া করে, দয়া করে, স্যার, একটি চুক্তি করুন। আমরা সবকিছু করব। সবকিছু করব, স্যার! ’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি জানি আমি কী করছি ও আপনিও জানেন আমি কী করছি। এজন্যই আপনি আমাকে ভোট দেন।’

গত ২ এপ্রিল বিশ্বব্যাপী আমদানি পণ্যের ওপর পারস্পরিক শুল্ক ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগে। বাংলাদেশ ওপরও আরোপ করা হয় ৩৭ শতাংশ বাড়তি শুল্ক।

সবশেষ ট্রাম্প ঘোষণা করেন, যে সমস্ত দেশ মার্কিন শুল্কের বিরুদ্ধে প্রতিশোধ নেয়নি তারা জুলাই পর্যন্ত একটি সুযোগ পাবে এবং কেবলমাত্র ১০ শতাংশ সম্পূর্ণ মার্কিন শুল্কের সম্মুখীন হবে।

টিএইচ

News