
ছবি: বিআইএম-এর নবনির্মিত ট্রেনিং কমপ্লেক্স উদ্বোধনকালে... (ছবি: তানজিলুর রহমান আনিদ)
দক্ষ মানবসম্পদ গড়তে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
সোমবার (২৪ মার্চ) রাজধানীর সোবহানবাগে বিআইএম-এর নবনির্মিত ট্রেনিং কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘উন্নত দেশের মূল চালিকাশক্তি দক্ষ মানবসম্পদ। বিআইএম-এর আধুনিক সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশের সম্মান বৃদ্ধি পাবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান এবং বক্তব্য রাখেন ২০২৪ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজের মা ফারহানা দিবা।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আরও বলেন, ‘বিআইএম-এর প্রশিক্ষণ কমপ্লেক্স আন্তর্জাতিক মানের। এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দক্ষ ও প্রতিযোগিতামূলক মানবসম্পদ তৈরি করতে হবে, যা দেশের উন্নয়ন অগ্রযাত্রায় বড় ভূমিকা রাখবে।’
প্রসঙ্গত, আজ উদ্বোধনকৃত ট্রেনিং কমপ্লেক্সটি ‘ঢাকাস্থ বিআইএম-কে শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে। প্রকল্পটি গত ১১ এপ্রিল ২০১৮ তারিখে একনেক সভায় অনুমোদিত হয়।
নবনির্মিত এই কমপ্লেক্সে রয়েছে ২৪টি আধুনিক শ্রেণিকক্ষ, ১টি অডিটরিয়াম, কনফারেন্স হল, মাল্টিপারপাস হল, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি, হোস্টেল সুবিধাসহ নানা আধুনিক সুযোগ-সুবিধা।
বক্তারা বক্তব্যে বিআইএম-এর এই উন্নয়ন উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে দক্ষ মানবসম্পদ উন্নয়নের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
ইউ