ঢাকা,

১৭ সেপ্টেম্বর ২০২৪


শেষ কার্যদিবসে সূচক কমলেও, বেড়েছে লেনদেন

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৮:৪৬, ৫ সেপ্টেম্বর ২০২৪

শেষ কার্যদিবসে সূচক কমলেও, বেড়েছে লেনদেন

ফাইল ছবি

সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার জিবাজারে সূচকের বড় পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে ৫ হাজার ৭২৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২২৮ ও ২১১৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৬৭৪ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৮১ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে ৫৯৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।  

বৃহস্পতিবার ডিএসইতে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৮টি কোম্পানির, কমেছে ২৫০টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো- লিন্ডে বিডি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইবনে সিনা ফার্মা, এনআরবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, জিপি, মিডল্যান্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, জিপিএইচ ইস্পাত ও বিএটিবিসি।   

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই বৃহস্পতিবার ৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৩৭৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২০৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৪টির, কমেছে ১২৬টি এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের দর।

বৃহস্পতিবার সিএসইতে ৭ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২০ লাখ টাকা বেশি। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৭ কোটি ৬৫ লাখ টাকা।

টিএইচ

News