ঢাকা,

২৭ ডিসেম্বর ২০২৪


প্রথম ঘণ্টায় লেনদেন ১৯১ কোটি, প্রধান সূচক বেড়েছে ৩৭ পয়েন্ট

প্রকাশিত হয়েছে: ০০:০২, ২৩ এপ্রিল ২০২৪

প্রথম ঘণ্টায় লেনদেন ১৯১ কোটি, প্রধান সূচক বেড়েছে ৩৭ পয়েন্ট

ফাইল ছবি

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মাধ্যমে দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম এক ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে ১৯১ কোটি টাকা।

আজ সোমবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের প্রথম এক ঘণ্টায় (সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩৭ দশমিক ০৫ পয়েন্ট বেড়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ৩১ দশমিক ৫১ পয়েন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জ

ডিএসইর তথ্য মতে, আজ লেনদেনের প্রথম ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৭ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৯০ দশমিক ৭৬ পয়েন্টে। এদিকে ডিএস-৩০ সূচক ৮ দশমিক ২১ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৮ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ৯৯০ দশমিক ৬৪ পয়েন্ট ও ১ হাজার ২৪৬ দশমিক ৯৯ পয়েন্টে।

এই সময় ডিএসইতে ৩৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৭৭টির কোম্পানির শেয়ারের, কমেছে ৪৫টির ও অপরিবর্তিত রয়েছে ৪৬টি।

এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৯১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার।


চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ৩১ দশমিক ৫১ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১৯ দশমিক ০০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৬ হাজার ১৫৬ দশমিক ৫৪ পয়েন্টে এবং ৯ হাজার ৭১৬ দশমিক ৪৭ পয়েন্টে।

আর সিএসই-৩০ সূচক ১৮ দশমিক ৭০ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ১ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ১২ হাজার ৪২৫ দশমিক ০৫ পয়েন্ট ও ১ হাজার ১৪৩ দশমিক ৫৯ পয়েন্টে। এছাড়া সিএসআই সূচক বেড়েছে ২ দশমিক ৪৭ পয়েন্ট। সূচক অবস্থান করছে ১ হাজার ৫৯ দশমিক ৩৭ পয়েন্টে।

এই সময় লেনদেন হয়েছে ১ কোটি ২৯ লাখ ৭১ হাজার টাকার।

লেনদেন হওয়া ৭৫ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৫টি কোম্পানি শেয়ারের, কমেছে ১৭টির ও অপরিবর্তিত রয়েছে ১৩টির।

 

 

 

 

//তারেক

News