ঢাকা,

২২ ফেব্রুয়ারি ২০২৫


এমসি কলেজে শিবিরের বিরুদ্ধে শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৯:৩৫, ২০ ফেব্রুয়ারি ২০২৫

এমসি কলেজে শিবিরের বিরুদ্ধে শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ

সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ার এমসি কলেজের সহ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রিয়াদকে (৩০) পিটিয়ে আহত করা হয়েছে।

ফেসবুকে কমেন্টের (মন্তব্য) জেরে শিবিরের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগী রিয়াদের। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে এমসি কলেজ ছাত্রাবাসের ১১১ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে।

আহত রিয়াদ ওসমানীনগরের বুরুঙ্গা গ্রামের মুহিবুর রহমানের ছেলে। তিনি এমসি কলেজের ইংরেজি বিভাগের ছাত্র।

এমসি কলেজ হোস্টেল সূত্রে জানা যায়, গতকাল রাতে এমসি কলেজ হোস্টেলের আবাসিক ব্লকের একটি রুমে বেশ কিছু ছাত্র রিয়াদ নামে এক শিক্ষার্থীর ওপর চড়াও হন। এই সময় ওই শিক্ষার্থীকে রড দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে রিয়াদকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হলে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন।

আহত মিজানুর রহমান রিয়াদ বলেন, ফেসবুকে মন্তব্য করায় হোস্টেলের কক্ষে রাতে ঢুকে শিবিরের এমসি কলেজে শিবিরের নাজমুল, সাদমান, ইসমাইলসহ ১৫-২০ জন রডসহ দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে। এ সময় তারা আমার ডান পায়ে ও মাথায় আঘাত করে। পায়ে সেলাই লেগেছে একাধিক।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার এমসি কলেজ শাখার সভাপতি আলবাব হোসেন বলেন, ফেসবুকে কমেন্ট করায় শিবিরের ১০-১২জন কর্মী আমাদের কলেজের নেতা রিয়াদের রুমে গিয়ে তার ওপর হামলা করে। হামলাকালে তার দুজন রুমমেটকে বের করে দিয়ে তাকে জিআই পাইপ ও রড দিয়ে পিঠিয়েছে। আমরা এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই।

হামলার বিষয়ে সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি শাহিন আহমদ বলেন, আমরা এমসি কলেজের শিক্ষার্থীর ওপর হামলার ঘটনার  খবর পেয়েছি। এই ঘটনায় অনেকেই শিবিরকে জড়ানোর চেষ্টা করছেন। আমরা স্পষ্টভাবে জানাতে চাই এই ঘটনায় ছাত্রশিবির জড়িত নয়। আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি তাদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধে ঘটনাটি ঘটেছে।

এই ব্যাপারে এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম রিয়াজ বলেন, আমরা আজ সকালে ঘটনার খবর পাই। খবর পেয়ে আমরা হোস্টেল পরিদর্শন করেছি। আহত শিক্ষার্থীর চিকিৎসা ও তার খোঁজখবর নিয়েছি। এই ঘটনার পর আমরা ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। আমরা চাই শিক্ষার্থীরা একটি সুন্দর পরিবেশে থাকুক। তদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

টিএইচ

News