ঢাকা,

১৯ এপ্রিল ২০২৫


টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যানকে বিক্ষুদ্ধ জনাতার গণধোলাই

সাইফুল ইসলাম সবুজ, টাঙ্গাইল প্রতিনিধি 

প্রকাশিত হয়েছে: ২২:৪৯, ১২ এপ্রিল ২০২৫

টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যানকে বিক্ষুদ্ধ জনাতার গণধোলাই

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান ও‌ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেসুর রহমান খান ফরিদকে বেধরক পিটিয়েছে উত্তেজিত জনতা।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আটক করে স্থানীয় জনতা। এক পর্যায় উত্তেজিত জনতার তাকে পেটাতে শুরু করলে তিনি প্রাণ বাঁচাতে পাশের নুরুল আমিন খান মেডিকেল সেন্টারে আশ্রয় নেন। পরে রাত ৮টার দিকে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ আটক করার বিষয়টি নিশ্চিত করে বলেন, সদর থানায় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

টিএইচ

News