ঢাকা,

১৯ এপ্রিল ২০২৫


সাভারে জাতীয় স্মৃতিসৌধে আ-আম জনতা পার্টির শ্রদ্ধা নিবেদন

মোঃ শান্ত খান , সাভার প্রতিনিধি

প্রকাশিত হয়েছে: ২৩:৪৮, ১৮ এপ্রিল ২০২৫

সাভারে জাতীয় স্মৃতিসৌধে আ-আম জনতা পার্টির শ্রদ্ধা নিবেদন

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নবগঠিত রাজনৈতিক দল বাংলাদেশ আ- আম জনতা পার্টি। 

আজ শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় স্মৃতিসৌধের বেদিতে দলের নেতা-কর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের  আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন ও সদস্য সচিব ফাতিমা তাসনিম।

রফিকুল আমীন বলেন, মুক্তিযুদ্ধে অর্জিত দেশের অসমাপ্ত কাজ এগিয়ে নিতে সব রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে আ-আম জনতা পার্টি। কারও সাথে বৈরিতা নয়, দেশের কল্যাণে সবাইকে সাথে নিয়ে কাজ করাই নতুন রাজনৈতিক দলের উদ্দেশ্য। এসময় ২৪ গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের প্রতি সমবেদনা জানান তিনি।

সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রফিকুল আমীন বলেন, প্রথমদিন থেকেই সাংবাদিকরা নতুন রাজনৈতিক দলকে ইতিবাচকভাবে নিয়েছেন। আগামী দিনের পথচলায়ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

দলের সদস্য সচিব ফাতিমা তাসনিম বলেন, পূর্ণাঙ্গ স্বাধীনতা ভোগের পাশাপাশি সামাজিক অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে কাজ করবে নতুন এই রাজনৈতিক দল।

শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অভিব্যক্তি লেখেন দলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রফিকুল আমীন।

টিএইচ

News