ঢাকা,

০২ এপ্রিল ২০২৫


আল-আকসায় ঈদের নামাজ পড়লেন ১ লাখ ২০ হাজার ফিলিস্তিনি

বিজনেস আই ডেস্ক

প্রকাশিত হয়েছে: ১৬:০২, ৩০ মার্চ ২০২৫

আল-আকসায় ঈদের নামাজ পড়লেন ১ লাখ ২০ হাজার ফিলিস্তিনি

ফাইল ছবি

ইসরায়েলি নিষেধাজ্ঞা ও হামলার আশঙ্কা উপেক্ষা করে ৩০ মার্চ রোববার আল-আকসা মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন প্রায় ১ লাখ ২০ হাজার ফিলিস্তিনি মুসল্লি। মসজিদে এত বিপুল সংখ্যক মুসল্লির জায়গা না হওয়ায় মসজিদ প্রাঙ্গণের বাইরেও অসংখ্য মুসল্লি নামাজ পড়তে বাধ্য হন। গত বছর আল-আকসায় ঈদের নামাজে ৪০ হাজার ফিলিস্তিনি অংশ নিয়েছিলেন।

ইরান প্রেসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আল-আকসা মসজিদ শুধুমাত্র একটি মসজিদ নয়, এটি ফিলিস্তিনিদের ধর্মীয় ও রাজনীতির ঐতিহ্যের প্রতীক। তবে ইসরায়েলি বাহিনী প্রায়ই এই মসজিদে মুসল্লিদের প্রবেশে বাধা দেয়, যার কারণে মাঝেমধ্যে উত্তেজনা ও সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়। তবুও এসব প্রতিবন্ধকতা সত্ত্বেও রোববার লক্ষাধিক মুসল্লি ঐতিহাসিক আল-আকসা মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন।

ঈদুল ফিতর উপলক্ষে ইসরায়েল আগে থেকেই আল-আকসার আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিল এবং মুসল্লিদের প্রবেশ সীমিত করার জন্য নিষেধাজ্ঞা আরোপ করে। তবুও, মুসল্লিরা এসব নিষেধাজ্ঞা উপেক্ষা করে সকাল থেকেই মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন এবং শেষে বিশাল একটি সমাবেশে পরিণত হয় আল-আকসা প্রাঙ্গণ।

ফিলিস্তিনি অধিকারকর্মী আবু আল-হুম্মুস জানান, ইসরায়েলি নিরাপত্তাবাহিনী তাকে মসজিদে প্রবেশ করতে বাধা দেয় এবং শেষে তাকে মসজিদের বাইরের চত্বরে নামাজ আদায় করতে হয়।

এছাড়া, নামাজ আদায় করতে আসা মুসল্লিরা জানান, ইসরায়েলি বাহিনী ব্যাপক তল্লাশির মাধ্যমে মুসল্লিদের নামাজ আদায় করতে বাধ্য করেছে, এবং তাদের জন্য ছিল ভীষণ কড়াকড়ি।

গাজা উপত্যকায় গত দেড় বছর ধরে ইসরায়েলি বাহিনী ভয়াবহ হামলা চালাচ্ছে, যার ফলে ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমন এক কঠিন পরিস্থিতির মধ্যে ঈদুল ফিতর উদযাপন করেছে ফিলিস্তিনিরা। ইরান প্রেস, আল জাজিরা

ইউ

News